বাংলাহান্ট ডেস্ক : পথে নামলেন রাহুল। একাধিক নির্বাচনে একের পর এক ব্যর্থতা, এরই সঙ্গে বহু বিশ্বস্ত নেতার ইস্তফায় জেরবার কংগ্রেস (Congress)। সেই ভগ্নপ্রায় কংগ্রেসকে নতুন জীবন দিতে মরিয়া হয়ে উঠলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দলকে নতুন করে অক্সিজেনের জোগান দিতে আজ থেকেই শুরু করলেন ভারত জোড়ো যাত্রা। ৩৫৭০ কিলোমিটারের এই যাত্রার নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। টানা ১৫০ দিন ধরে চলবে এই পদযাত্রা। কন্যাকুমারী (Kanyakumari) থেকে কাশ্মীর (Kashmir) পর্যন্ত চলবে এই পথচলা। বুধবার এই যাত্রার সূচনার আগে কন্যাকুমারীতে একটি সভাও রয়েছে কংগ্রেসের।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে নতুন উদ্যোম জোগাবে এই পদযাত্রা, এমনটাই আশা কংগ্রেস নেতাদের। মঙ্গলবার কংগ্রেস নেতারা জানান, এই ভারত জোড়ো যাত্রা ভারতীয় রাজনীতিতে এক পরিবর্তনের ইতিহাস তৈরি করবে। দলের ডুবন্ত নৌকাকেও হয়ত বাঁচিয়ে নেবে এই কর্মসূচি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক মেরুকরণ এবং রাজনৈতিক কেন্দ্রীকরণের বিরুদ্ধেই দেশবাসীকে একজোট করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে খবর, আজ ভারত জোড়ো কর্মসূচির আগে রাহুল গান্ধী কন্যাকুমারীর শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধী মেমোরিয়ালে প্রার্থনাসভায় যোগদান দেবেন। এরপর যোগ দেবেন জনসভায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।
এছাড়া তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে-র প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও থাকবেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চে এমকে স্ট্যালিন রাহুল গান্ধীকে একটি খাদির তৈরি জাতীয় পতাকা উপহার দেবেন। সেই পতাকা আবার রাহুল গান্ধী সেবা দলের কর্মীদের হাতে তুলে দেবেন। সেখান থেকে তাঁরা হাঁটতে হাঁটতে যাবেন সমুদ্রতীরে। যেখান থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হবে।
তবে এই পদযাত্রায় উপস্থিত থাকবেন মা দলের অন্তর্বতী সভাপতি সনিয়া গান্ধী। জানা যাচ্ছে তিনি ভিডিয়ো বার্তায় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে পারেন। মঙ্গলবার রাতেই চেন্নাইয়ে এসে পৌঁছন রাহুল গান্ধী। ১৫০ দিনের এই পদযাত্রায় পুরো সময়টাই থাকবেন রাহুল গান্ধী। রাতে ঘুমানোর জন্য তিনি কোনও হোটেলে থাকবেন না। বরং আনানো হয়েছে জাহাজের বিশেষ কন্টেনার, যেখানে কম্পার্টমেন্ট করে থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই জানা যাচ্ছে।





Made in India