বাংলাহান্ট ডেস্ক: সেপ্টেম্বরের শুরুতেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উমা বাপের বাড়ি আসছে। ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে খাওয়া ঘুম ভুলেছে বাঙালি। শহরের ভোল বদলে যাচ্ছে একটু একটু করে। নামী পুজোগুলোর (Durgapuja) প্যান্ডেল তৈরি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। পড়ে গিয়েছে হোর্ডিং। পুজো শুরুর আগে নামী পুজোগুলোর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও থাকে উত্তেজনা।
বারোয়ারি পুজো হোক বা আবাসনের পুজো, উদ্বোধনী অনুষ্ঠানে নামী তারকা ডেকে চমক দেওয়ার প্রচেষ্টা থাকে সবারই। ছোটপর্দা থেকে বড়পর্দা, পুজোর কটা দিন জনপ্রিয় সব তারকাদেরই বাজারদর চড়া। এই মুহূর্তে টেলিভিশনের নামী তারকা বলতে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee), সোলাঙ্কি রায় (Solanki Roy), দিতিপ্রিয়া রায়রা (Ditipriya Roy) অগ্রণী ভূমিকায় রয়েছেন। কে কত টাকা পারিশ্রমিক নেন পুজোর। উদ্বোধনে ফিতে কাটতে?

শন বন্দ্যোপাধ্যায়– টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ শন। সুপুরুষ এই অভিনেতার ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া। স্টার জলসার মন ফাগুন সিরিয়ালে শেষ দেখা গিয়েছে তাঁকে। তাঁর আরো একটি পরিচয় আছে। তিনি প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর পুজো উদ্বোধনের জন্য শন প্রায় এক লাখ টাকা নেন বলে খবর।

সৌমিতৃষা কুণ্ডু– তাঁকে এক ডাকে এখন সবাই চেনে মিঠাই নামে। বাংলা জুড়ে খ্যাতি তাঁর। স্বাভাবিক ভাবে পারিশ্রমিকটাও চড়াই হবে। জানা যাচ্ছে, এক একটি পুজো উদ্বোধনের জন্য সম্ভাব্য ৮৫ হাজার টাকা নেন সৌমিতৃষা।

দিতিপ্রিয়া রায়– ছোটপর্দার রাণী রাসমণি এখন বড়পর্দাতেও সমান জনপ্রিয়। অত্যন্ত কম বয়সে খ্যাতির শিখরে উঠেছেন তিনি। পুজো উদ্বোধনের জন্য তিনি নেন প্রায় ৭০ হাজার টাকা।

মানালি দে– ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মানালির অভিজ্ঞতা বাকিদের তুলনায় অনেকটাই বেশি। এখন ধুলোকণা সিরিয়ালে ফুলঝুরি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। ফিতে কাটতে সম্ভাব্য ৪৫ হাজার টাকা নেন মানালি।

দেবচন্দ্রিমা সিংহ রায়– ছোটপর্দার প্রাক্তন ‘চারু’, বর্তমানের চিঠি পুজো উদ্বোধনের জন্য নেন সম্ভাব্য ৪৫ হাজার টাকা।

সোলাঙ্কি রায়– ছোটপর্দা, বড়পর্দা এবং ওয়েব সিরিজের অত্যন্ত জনপ্রিয় মুখ সোলাঙ্কি। এখন গাঁটছড়ার দর্শকদের প্রিয় খড়ি পুজোর ফিতে কাটতে নেন প্রায় ৪৫ হাজার টাকা।

সৃজলা গুহ– প্রথম সিরিয়াল ‘মন ফাগুন’ দিয়েই খ্যাতির শীর্ষে উঠেছেন সৃজলা। সিরিয়াল শেষ হয়ে গেলেও এখনো তিনি পিহু হয়েই রয়েছেন দর্শকদের কাছে। পুজো উদ্বোধনের জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ৩৫ হাজার টাকা।





Made in India