বাংলাহান্ট ডেস্ক: বেফাঁস মন্তব্যের জেরে কাজ হারাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জি বাংলার কুকারি শো ‘রান্নাঘর’ এর সঞ্চালিকার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে তাঁরই দোষে। নিজের ‘অহংকারী’ মনোভাবের জন্যই নাকি দীর্ঘদিনের কাজ হাতছাড়া হতে চলেছে সুদীপার। তাঁর বদলে নতুন সঞ্চালিকা হয়ে আসছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।
বিগত কিছুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে টেলিপাড়ার অন্দরে। সূত্রপাত সুদীপারই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। এক নামী অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার ডেলিভারি বয়দের সম্পর্কে অসম্মান জনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েন সুদীপা। জোটে ‘অহংকারী’, ‘অভদ্র’ তকমা।

উপরন্তু বৃথা তর্ক করে নিজের বিপদই আরো বাড়িয়ে গিয়েছেন সুদীপা। শুধু তাই নয়, ক্ষমা চেয়েও নিজের ডাঁট বজায় রেখেছেন তিনি। তিনি ঠিক, তাঁকে ভুল বোঝা হয়েছে, বরাবর এমনটাই বলেছেন সুদীপা। এতেই আরো ক্ষেপে গিয়েছেন নেটনাগরিকরা।
জি বাংলার ‘রান্নাঘর’ শো বয়কটের ডাক দেওয়া হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, সঞ্চালকের জায়গা থেকে সুদীপাকে সরাতে হবে। নয়তো রান্নাঘর বয়কট করবেন তারা। চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে যা নয় তাই বলে অপমানও করা হয়েছিল সুদীপাকে।
এরপরেই খবর ছড়ায়, নেটিজেনদের বয়কটের ডাকের মুখে চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে সুদীপাকে সঞ্চালকের পদ থেকে সরাতে। গুঞ্জন শোনা যাচ্ছে, রান্নাঘরের সঞ্চালকের কাজ এবার হারাতে পারেন তিনি। তাঁর বদলে আসতে পারেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
এ বিষয়ে আগেই মুখ খুলেছিলেন সুদীপা। বিরক্তি প্রকাশ করেই তিনি বলেছিলেন, এমন কোনো খবর তাঁর কাছে নেই। কিছু মানুষ নিজে প্রচারে আসতে এসব খবর রটাচ্ছে। তাঁর কাজের মধ্যে দিয়েই সব জবাব পেয়ে যাবেন মানুষ। এবার মুখ খুললেন অপরাজিতা।
এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, যা রটছে তা ভুয়ো খবর। রান্নাঘর কেন, অন্য কোনো রান্নার শোয়েয সঞ্চালনাই তিনি করছেন না। এমন কোনো সম্ভাবনা নেই। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি পুজোর শুটিংও রয়েছে তাঁর।





Made in India