বাংলাহান্ট ডেস্ক : কলকাতা সহ সারা রাজ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার।তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা গেছে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন কলকাতার পুলিশ কমিশনার। তার শরীরে বেশ কিছু ডেঙ্গুর উপসর্গ ছিল। সন্দেহ হওয়ায় চিকিৎসকেরা তার রক্ত পরীক্ষা করান। সেই রক্ত পরীক্ষায় রিপোর্টে দেখা যায় যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। এরপর তড়িঘড়ি থাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
উল্লেখ্য এই বছর সারা রাজ্য জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। কলকাতা সহ বিভিন্ন জেলায় বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত। এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেক রোগী। বিধাননগর,শ্রীরামপুর,হাওড়া, বালি,দক্ষিণ দমদমে ডেঙ্গু রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে।

অন্যদিকে ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে। নগরপাল ফিরহাদ হাকিম বলেছেন, “কিছু এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পুজোতে পুরসভার স্বাস্থ্য দপ্তর খোলা থাকবে। এর পাশাপাশি নিকাশি, কঠিন ও বর্জ্য দপ্তর গুলিও খোলা রাখা হবে পুজোতে।”





Made in India