বাংলাহান্ট ডেস্ক: আগের বার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) শরীরচর্চার ভিডিও দেখে অনেকেই ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছিলেন। তাই পুজোর আগেই অতিরিক্ত মেদ ঝড়িয়ে ফেলার শপথ নিলেন অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখন শুধুই শরীরচর্চার ভিডিও। দিনরাত এক করে স্লিম হওয়ার চেষ্টায় টলিউড ডিভা।
শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই এখন শুধুই শরীরচর্চার ভিডিও। রীতিমতো ঘাম ঝড়িয়ে কসরত করছেন তিনি। পুজো আসতে আর বাকি ঠিক দু সপ্তাহ। তার আগে গ্ল্যামারাস দেখাতে বাড়তি মেদ ঝড়িয়ে ফেলতে হবে তো। তাই একটুও সময় নষ্ট করতে চান না শ্রাবন্তী।

এর আগে শরীরচর্চার ভিডিও শেয়ার করে ট্রোলড হয়েছিলেন শ্রাবন্তী। একজন লিখেছিলেন, এত শরীরচর্চা করেও তো ভুঁড়ি কমছে না। আরেকজনের প্রশ্ন ছিল, সামনে বিয়ের প্রস্তুতি আছে নাকি? অনেকে আবার কটাক্ষ করেছিলেন, তিনটে তো হয়েই গিয়েছে। আর এসব করে কী হবে? এমনকি অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্যও উড়ে এসেছিল।
আসলে ‘অচেনা উত্তম’ ছবিতে অভিনয়ের সময়ে ওজন বাড়াতে হয়েছিল শ্রাবন্তীকে। তা নিয়ে কটুক্তিও কম শুনতে হয়নি তাঁকে। তাই এখন নিয়মিত শরীর চর্চা করে আবার আগের শেপে ফেরার চেষ্টা করছেন শ্রাবন্তী। তাতে ট্রোল হয় হোক, পাত্তা দেওয়ার পাত্রী নন শ্রাবন্তী।
https://www.instagram.com/reel/Ciex8fKJRQP/?igshid=YmMyMTA2M2Y=
তাঁর নিজের একটি জিম রয়েছে। রোশন সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পরপরই একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। এই পেশায় থাকতে হলে শরীরচর্চা করা বাধ্যতামূলক। তবুও বাড়তি ওজনের জন্য কম নিন্দা শুনতে হয় না শ্রাবন্তীকে। এবার স্লিম ফিগারে সবাইকে চমকে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের অন্যতম পছন্দের মানুষ শ্রাবন্তী। ঘুরতে গিয়ে স্নানপোশাকে ধরা দিলেও উড়ে আসে চটুল, কুরুচিকর মন্তব্য। বয়স নিয়েও খোঁটা শোনেন শ্রাবন্তী। কিন্তু কখনোই কোনো ট্রোলের উত্তর তিনি দেননি। শ্রাবন্তীর কথায়, কেউ যদি তাঁকে ট্রোল করে দু পয়সা রোজগার করে তাহলে তাঁর কোনো সমস্যা নেই।





Made in India