বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ‘বাহুবলী’ (Baahubali)। এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলী সিরিজের দুটি ছবিই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। আর এই সিরিজের মাধ্যমেই দর্শকরা পেয়েছিল প্রভাসকে (Prabhas)। দক্ষিণী অভিনেতা এই ছবির পরেই হয়ে ওঠেন সুপারস্টার। বাহুবলী উপাধি জুড়ে যায় তাঁর নামের সঙ্গে।
জনপ্রিয়তা পাওয়ার পরেই প্রভাসের ব্যক্তিগত জীবন চলে আসে আতশকাঁচের তলায়। তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন না আছেন, কবেই বা বিয়ে করবেন সে সব কিছু নিয়েই আগ্রহী হয়ে পড়েন ভক্তরা। এর আগে বাহুবলীর নায়িকা অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের। কিন্তু সম্পর্কের ব্যাপারে কেউ কিছুই স্বীকার করেননি।

তবে তাজা খবর বলছে, দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, বরং বলিউডের এক নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রভাস। খুব শীঘ্রই এক ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। কে সেই অভিনেত্রী? তিনি হিন্দি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা কৃতি সানন (Kriti Sanon)। আগামীতে ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। আর সেই ছবির শুটিংয়ের সময়েই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন দুজনে।
চর্চিত জুটির ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রথম সাক্ষাতেই নাকি একে অপরের সঙ্গে বেশ ভালোই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল দুজনের। বিশেষ করে চুপচাপ, লাজুক প্রভাসকে কৃতির সঙ্গে এত তাড়াতাড়ি এত কথা বলতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে দুজনেই খুব ধীরে ধীরে এগোচ্ছেন।

কাজের মধ্যেও একে অপরের সঙ্গে সময় কাটাতেন কৃতি প্রভাস। একটি দৃশ্যের শুট করার পর একে অপরের থেকে অনুমোদনও নিতেন তাঁরা। কয়েক মাস আগে শুটিং শেষ হয়ে গেলেও এখনো নাকি একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রভাস কৃতির। তবে সম্পর্কের ব্যাপারে এখনো বাইরের জগৎকে জানতে দিতে চান না তাঁরা।
গুঞ্জন শুরু হয়েছিল কফি উইথ করন শো থেকে। করনের কথায় প্রভাসকে ফোন করে সবাইকে চমকে দিয়েছিলেন কৃতি। তখন থেকেই শুরু জল্পনা। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেলবন্ধনটা শেষমেষ হবে কিনা সেটাই দেখার।





Made in India