বাংলাহান্ট ডেস্ক: দেবলীনা দত্ত (Debolina Dutta) এবং তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee), এই মুহূর্তের অন্যতম চর্চিত জুটি। দীর্ঘ ৯ বছর ধরে একসঙ্গে জীবন কাটানোর পর হঠাৎ করেই আলাদা হয়ে গিয়েছে তাঁদের চলার পথ। তথাগতর জীবনে নাকি এসেছে নতুন মানুষ। উঠতি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েই নাকি দেবলীনার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিনেতা পরিচালক।
বেশ কিছুদিন আগে থেকেই দুজনের বিচ্ছেদের খবর চর্চায় রয়েছে। তবে আইনি বিচ্ছেদ হয়নি এখনো তাঁদের। তথাগতকে ছাড়া কীভাবে তিনি রয়েছেন তা জানার জন্য অনেকেই আগ্রহ দেখান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন দেবলীনা। ছোট থেকেই কীভাবে তিনি প্রতিকূলতার সঙ্গে যুঝে আসছেন সেকথা জানিয়েছেন তিনি।

মাত্র ৯ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন দেবলীনা। জীবন বহুবার তাঁকে বাধার সামনে এনে ফেলেছে। আর প্রতিবারই তিনি পার করে গিয়েছেন সমস্ত প্রতিকূলতা। পাশে পেয়েছেন কাছের মানুষদেরও। এ প্রসঙ্গেই এক পুরনো স্মৃতি শেয়ার করে অভিনেত্রী।
বিয়ের দিন কনে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবলীনা। কিন্তু বর আর আসেনি। ফোন বন্ধ ছিল। এমনকি পরিবারের সদস্যদেরও ফোন বন্ধ ছিল। দেবলীনা বলেন, তাঁর কাছে দুটো অপশন ছিল। এক, যেটা ঘটেছিল সেটা নিয়ে তিনি ও তাঁর মা চর্চা করতে পারতেন। অনেক কিছু রটাতে পারতেন, শাস্তির কথা ভাবতে পারতেন।
আর নাহলে, যা হয়েছিল তা ভুলে গিয়ে জীবনটাকে নতুন ভাবে শুরু করতে পারতেন। দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছিলেন দেবলীনা। পাশেও পেয়েছিলেন বন্ধুদের। যাদের মধ্যে অন্যতম ছিলেন তথাগত। দেবলীনা বলেন, তথাগতর সঙ্গে কাটানো ৯ বছর তাঁর জীবনের সেরা সময় ছিল।

তথাগতকে ছাড়া এটাই দেবলীনার প্রথম পুজো, কীভাবে কাটাবেন? এ প্রশ্ন প্রায়ই উঠে আসছে। এ ক্ষেত্রেও দেবলীনার কাছে দুটো অপশন। পুরনো স্মৃতি আঁকড়ে বসে থাকা নয়তো নতুন স্মৃতি তৈরি করা। অবশ্য তথাগতর কিছু শিক্ষা ভোলেননি দেবলীনা। প্রাক্তন স্বামীর শিক্ষা মনে রেখে ধুমধাম করে উদযাপন করেছেন জন্মদিন।
পুজোর সময়েও বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন দেবলীনা। নতুন স্মৃতি তৈরিতে ব্যস্ত তিনি। দেবলীনা কর্মফলে বিশ্বাস রাখেন। যে যেমন করবে তেমন ফেরত পাবেন, এমনটাই বিশ্বাস অভিনেত্রীর।





Made in India