বাংলা হান্ট নিউজ ডেস্ক: এক সময় ভারতীয় দলের তারকা লেগস্পিনার অমিত মিশ্রার কথা সকলেই জানেন। দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে সাফল্যের সঙ্গে পারফরম্যান্স করে গিয়েছেন তিনি। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে আর নেই, আইপিএলেও তিনি দল পাননা। কিন্তু আজকেও ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে সমান প্রাসঙ্গিক তিনি।
সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত মজে থাকেন এই তারকা লেগ স্পিনার। ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক কিংবা দেশের কোনও জাতীয় সমস্যা সবক্ষেত্রেই নিজের মত প্রকাশ করে থাকেন এই ভারতীয় তারকা। এভাবেই নিজের ভক্তদের সঙ্গে যোগসূত্র রেখে চলেন অমিত।
তিনি এমন একটি কাজ করেছেন এক ভক্তের সাথে যা কোনও জাতীয় তারকা আগে করেছেন এমনটা দেখা যায়নি। যারা জানেন তারা সকলেই আশ্চর্য হয়ে গেছেন অমিত মিশ্রার এহেন কার্যকলাপ দেখে। সকলেই এই কাজের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক এমন কি কাজ করে ফেলেছেন আমাদের প্রিয় মিশ্রা জি।
সম্প্রতি তাঁর কোনো একটি সোশ্যাল মিডিয়ার পোষ্টের নিচে এক ভক্ত একটি মজাদার কমেন্ট করেছিলেন। ভক্তটি লিখেছিলেন, “স্যার আপনি কি আমাকে ৩০০ টাকা দিতে পারেন আমি নিজের বান্ধবীর সঙ্গে ডেটে যেতে চাই।” তার উত্তরে আরও এক ভক্ত মজা করে লিখেছিলেন, ‘আপনার ইউপিআই অ্যাড্রেস এখানে পোস্ট করুন তাহলেই উনি টাকা দিয়ে দেবেন।’ সেই প্রথম ভক্ত তখন মজার ছলে নিজের ইউপিআই অ্যাড্রেসটি ওখানে পোষ্ট করেন।

উপর সকলকে চমকে দিয়ে মিশ্রা তাকে তিনি ৩০০ টাকার বদলে ৫০০ টাকা দেন এবং সেই ব্যাংক ট্রান্সফার মেসেজটি টুইটারে পোস্ট করে সেই ভক্ত টিকেটের জন্য আগাম শুভেচ্ছা জানান। এরপর থেকেই সকলেই মিশ্রার প্রশংসা করা শুরু করেছেন এবং অনেকেই বিভিন্ন অনুরোধ নিয়ে তার কাছে টাকা চেয়ে যাচ্ছেন।





Made in India