বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটিদের মধ্যে একটা ট্রেন্ড রয়েছে, সন্তানের মুখ সহজে তারা দেখাতে চান কাউকে। সোশ্যাল মিডিয়ায় নিজেরা সক্রিয় হলেও ছেলেমেয়েকে লাইমলাইট থেকে দূরে রাখেন তারা। তবে অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) যা করছেন তা কিছুটা বাড়াবাড়িরই সামিল বলে মনে করছেন অনেকে।
এক বছর আগে মা হয়েছেন অনুষ্কা। মেয়ের নাম দিয়েছেন ভামিকা। জন্মের পর থেকেই বিরুষ্কা ঘোষনা করে দিয়েছিলেন, তাঁরা মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চান না। পাপারাৎজিকেও অনুরোধ করেছিলেন, ভামিকার ছবি যেন তোলা না হয়। তা সত্ত্বেও অনেক সাবধানতা অবলম্বন করেও শেষমেষ ফাঁস হয়ে যায় ভামিকার ছবি।

তারপর থেকেই যেন আরো সাবধানী হয়ে উঠেছেন বিরাট অনুষ্কা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে পাপারাৎজি উপরে চিৎকার করছেন অনুষ্কা। তিনি ভেবেছিলেন, পাপারাৎজি হয়তো ভামিকার ছবি তুলছে। তারপর অবশ্য আশ্বস্ত হয়ে পাপারাৎজির সামনে হাসিমুখে পোজ দেন দুজনে।
কিন্তু অনুষ্কার ব্যবহার ভাল ভাবে নেননি নেটিজেনরা। একজন লিখেছেন, আর দুদিন পর মেয়ে তো এমনিই হেঁটচলে ঘুরে বেড়াবে। তখন লোকাবেন কীকরে? আরেকজন লিখেছেন, বিরাট ভালভাবে কথা বলছেন, কিন্তু অনুষ্কার ব্যবহারখানা দেখুন! অনেকে আবার কটাক্ষ করেছেন, পৃথিবীতে যেন একমাত্র তাঁদেরই মেয়ে রয়েছে যে লুকিয়ে লুকিয়ে রাখছেন। এমনকি পাপারাৎজিকেও ছবি না তোলার জন্য বলেছেন তাঁরা।
https://www.instagram.com/reel/CjSWWQ5q2UC/?igshid=YmMyMTA2M2Y=
গত বছরের ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। নাম রাখেন ভামিকা। বিরাট অনুষ্কা আগেই জানিয়ে দিয়েছিলেন, মেয়েকে তাঁরা সোশ্যাল মিডিয়া, গ্ল্যামার জগৎ থেকে দূরেই রাখবেন। এক বছর পর্যন্ত তা রাখতে সক্ষম হলেও পরবর্তীকালে এক স্পোর্টস চ্যানেলের দৌলতে ভাইরাল হয়ে যায় ভামিকার ছবি।





Made in India