বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের দিনেও অশান্ত অর্জুন (Arjun Singh) গড় ভাটপাড়া (Bhatpara)। গতকাল কালীপুজোর দিনে জগদ্দলে শুট আউটের ঘটনা আর এর কয়েক মুহূর্ত বাদেই আজ সকালে বোমা ফেটে প্রাণ গেল এক শিশুর। এই ঘটনায় আরো এক শিশুর হাত উড়ে গিয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাটপাড়া এলাকায়।
গতকাল জগদ্দলে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায় কয়েকজন দুষ্কৃতীর দল। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা এলাকায় আর তার কয়েক মুহূর্তের মধ্যেই এদিন ভাটপাড়া প্রেম চাঁদনগরের কাকিনাড়া স্টেশন চত্বরে আচমকাই বোমা ফেটে যাওয়ায় মৃত্যু হল এক শিশুর, জখম আরো এক।
স্থানীয় সূত্রে খবর, স্টেশন চত্বরে এদিন দুটি বোমা পড়েছিল, তবে সেটিকে বল ভেবে খেলতে গিয়েই বাঁধে বিপত্তি। আচমকাই প্রবল শব্দে ফেটে যায় বোমা এবং এই ঘটনায় গুরুতর জখম হয় দুই শিশু। এই ঘটনায় এক শিশু মারা যাওয়ার পাশাপাশি অপর বাচ্চাটির হাত উড়ে গিয়েছে বলে খবর।
বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। এক্ষেত্রে বোমা উদ্ধার করার পাশাপাশি জখম শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এদিন স্টেশন চত্বরে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই মুহূর্তের মধ্যে তা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই শিশু। এক্ষেত্রে একজনকে বাঁচানো সম্ভব না হলেও অপর শিশু ইতিমধ্যেই সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
এ ক্ষেত্রে স্টেশন চত্বরে বোমাটি কিভাবে এলো কিংবা এক্ষেত্রে কোনরকম ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খুঁজে বের করতে তৎপর পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে তারা।

প্রসঙ্গত, গতকাল ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন তিনসুতিয়া এলাকায় বসে ছিলেন রাজ পাণ্ডে নামে এক তৃণমূল নেতা। পরবর্তীতে তিনটি বাইকে করে সেখানে আসে দুষ্কৃতীর দল এবং তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় অভিযুক্তরা। এ ক্ষেত্রে রাজের ডান হাতে গুলি লাগার পর সেখানেই পড়ে যায় সে এবং পরবর্তীতে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যায় স্থানীয়রা। এর কয়েক মুহূর্তের মধ্যে আবার বোমা বিস্ফোরণ! সব মিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি অর্জুন গড়ে।
 
			 





 Made in India
 Made in India