বাংলাহান্ট ডেস্ক: বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee), টলিউডের বাস্তব জুটিদের কথা উঠলে এই দুজনের নাম থাকবে না তা কি হয়? অলিখিত নিয়মের বাইরে গিয়ে প্রকাশ্যেই নিজেদের সম্পর্কটা স্বীকার করে এসেছেন তাঁরা বরাবর। অভিনয়ের খাতিরে অনস্ক্রিনে অন্য নায়িকাদের সঙ্গে রোম্যান্স করলেও অফস্ক্রিনে বনির নায়িকা সবসময় একজনই থেকেছেন, কৌশানি।
বহুদিনের প্রেম তাঁদের। দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টও একে অপরের ছবিতে ভর্তি। মাঝে খবর ছড়িয়েছিল, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে বনি কৌশানি নাকি আলাদা হয়ে যাচ্ছেন। অনুরাগীরা হায় হায় করে উঠলেও অঘটন আটকে দেওয়া গিয়েছিল শেষমেষ। প্রেমিকার অভিমান ভাঙিয়ে ফের তাঁকে কাছে টেনে নিয়েছিলেন বনি।

এত মিষ্টি যুগলকে প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রেম থেকে বিয়ের পিঁড়িতে কবে এগোবেন তাঁরা? সম্পর্কটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি কবে দেবেন বনি কৌশানি? এ বিষয়ে এতদিন কোনো মন্তব্যই করেননি দুজনে। বনি কৌশানি দুজনেই ব্যস্ত নিজের নিজের কেরিয়ার নিয়ে। উপরন্তু কৌশানির রাজনৈতিক দায়িত্বও রয়েছে।
তবে তাঁরা যে নিজেদের দিকটাও মাথায় রেখেছেন সেটা স্পষ্ট করে দিলেন বনি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, সিনেমা করছেন, রোজগার করছেন সংসারটা করবেন বলেই। বিয়ে নিশ্চয়ই করবেন। এখনো তারিখ নিশ্চিত না হলেও অভিনেতা জানিয়েছেন, সুখবরের জন্য খুব বেশিদিন অপেক্ষা করাবেন না। সম্ভবত ২০২৪ এর প্রথমের দিকেই সেরে ফেলবেন বিয়ে।
প্রসঙ্গত, আগামীতে ফের একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন বনি কৌশানি। ছবির নাম ‘হাঙ্গামা ডট কম’। দুই জোড়া অভিনেতা অভিনেত্রী জুটিকে নিয়ে রোম্যান্স কমেডির গল্প আনছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। বনি কৌশানি ছাড়াও ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ওম সাহানি। ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে পারে হাঙ্গামা ডট কম।





Made in India