বাংলাহান্ট ডেস্ক : স্কুটির মধ্যে লুকিয়ে রয়েছে কোবরা সাপ! নিশ্চয়ই ভাবছেন এ আবার হয় নাকি? অবিশ্বাস্য ঘটনা মনে হলেও ইনস্টাগ্রাম এর দৌলতে তেমনি একটি বৃহৎ আকার সাপের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে অবিনাশ যাদবের (@avinashyadav_26) শেয়ার করা এই ভিডিওটিতে চোখ রাখলেই দেখা যাবে এক ব্যক্তি স্ক্রু ড্রাইভারকে সম্বল করেই স্কুটি থেকে কোবরা সাপটিকে বের করে আনছেন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, অবিনাশ একজন সাপ সংরক্ষণকারী। শুধু তাই নয়, তিনি প্রায়শই নানান প্রজাতির সাপের ভিডিও দর্শকদের সামনে তুলে ধরেন। ইতিমধ্যে অনেক সাপ ধরেওছেন।
তবে অবিনাশ যেভাবে সাপটিকে স্কুটারের মধ্য থেকে বের করে আনছেন সেটি দেখে রীতিমতো চোখ কপালে উঠছে নেটিজেনদের। লাঠি ছাড়াই তিনি যেভাবে সাপটিকে ভোর পাঁচটার সময় উদ্ধার করেন সেটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। সাপটিকে নিজের বশে রাখার পাশাপাশি তিনি সাপ উদ্ধারের ভিডিওটি নেটিজেনদের সাথে শেয়ার করে লিখেছেন, অ্যাক্টিভার মালিক Z+ নিরাপত্তা পেয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোবরা সাপটি লুকিয়ে আছে সাদা রঙের অ্যাক্টিভা স্কুটির সামনের দিকে। এরপরেই সাপটিকে বের করে আনার জন্য খুলে ফেলা হয় স্কুটির সামনের অংশ। এমনকি, স্কুটিটি খুলতে অবিনাশ যে স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করেছেন সেটিও তার হাতে দেখা যাচ্ছে। অবিনাশ যখন সাপটিকে স্কুটি থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন আশেপাশে উপস্থিত অন্য লোকেরা পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন।
View this post on Instagram
এই ভিডিও ভাইরাল হতেই অনেক ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। একজন ব্যক্তি লিখেছেন যে ভাই ওটা দড়ি নয়, সাপ। অবিনাশ যখন সাপ বের করছিলেন, তখন কাছেই একটা কুকুর ছিল। এটা দেখে আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কুকুরও ভাবছে কী কী আর দেখতে হবে…’। তবে অনেক ইন্সটা ব্যবহারকারী অবিনাশের সাহসের প্রশংসা করেছেন।





Made in India