বাংলাহান্ট ডেস্ক: রবিবার সকাল থেকে সংবাদ শিরোনামে ঘোরাঘুরি করছে একটাই নাম, আলিয়া ভাট (Alia Bhatt)। আর হবে নাই বা কেন? সদ্য মা হয়েছেন অভিনেত্রী। কাপুর খানদানে বইছে খুশির জোয়ার। নাতনিকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন মহেশ ভাট, সোনি রাজদান, নীতু কাপুররা। নবজাতক সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে আগ্রহী আমজনতাও।
রবিবার, ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। জল্পনা অনুযায়ীই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। রবিবার সকাল সকালেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন আলিয়া রণবীর। তারপরেই আসে সুখবর।

পুঁচকে স্টার কিডের ব্যাপারে রবিবার থেকেই কৌতূহলী হয়ে রয়েছেন সবাই। বিশেষ করে মেয়ের নাম কী রাখা হবে তা জানতে উৎসুক সকলেই। রণবীর এবং আলিয়া জুটিকে ভালবেসে ‘রালিয়া’ বলে ডাকেন অনুরাগীরা। মেয়ের কী নাম দিচ্ছেন তাঁরা? জল্পনা কল্পনার মধ্যেই একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আগে থেকেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন আলিয়া।
ভিডিওটি অবশ্য বেশ পুরনো। তখন ‘গলি বয়’ ছবির প্রচার করছিলেন আলিয়া। রণবীর সিংয়ের সঙ্গে ‘সুপার ডান্সার সিজন ৩’ তে এসেছিলেন তিনি। সেখানেই এক খুদে প্রতিযোগীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পুঁচকে প্রতিযোগীকে আলিয়ার নামের বানান করতে বলা হয়েছিল।
সে অবশ্য ঠিক করে বলতে পারেনি। আলিয়াকে ‘আলমা’ বলেছিল সেই খুদে। কিন্তু অভিনেত্রীর ওই ভুল নামটাই এতটা পছন্দ হয়েছিল যে তিনি শোতে বসেই বলেছিলেন, আলমা নামটা তাঁর খুব ভাল লেগেছে। নিজের মেয়ের এই নামটাই রাখবেন তিনি।
সেই ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর সন্তানের জন্ম দিলেন আলিয়া। গত এপ্রিলে বিয়ের পর সাত মাসের মাথাতেই নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। এখনো পর্যন্ত সদ্যোজাতের নাম ঘোষনা করেননি রণবীর আলিয়া। সম্ভবত মেয়ে কোলে বাড়ি ফেরার পরেই ধীরেসুস্থে নাম জানাবেন তারকা দম্পতি।





Made in India