বাংলাহান্ট ডেস্ক: বিগ বসের ঘরে ঢোকার পরেও বিতর্ক থেকে অব্যাহতি মেলেনি সাজিদ খানের (Sajid Khan)। বছর দুয়েক আগে বলিউডের একাধিক অভিনেত্রীরা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল। যত দিন গড়াচ্ছে, সংখ্যাটা ততই বাড়ছে। সম্প্রতি অভিনেত্রী শীলা প্রিয়া শেঠ (Sheela Priya Seth) বিষ্ফোরক অভিযোগ আনেন সাজিদের বিরুদ্ধে।
অভিনেত্রী দাবি করেন, ১৪ বছর আগে সাজিদের হাতে যৌন হেনস্থা হতে হয়েছিল তাঁকে। তিনি জানান, ২০০৮ সালে সাজিদের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাঁর। আসন্ন কোনো ছবিতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আর্জি জানাতে গিয়েছিলেন শীলা। কিন্তু প্রথম সাক্ষাতেই যে অভিজ্ঞতা তাঁর হয়েছিল তাতে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে শীলা বলেন, সাজিদের সঙ্গে প্রথম দেখাতেই অস্বস্তি ঘিরে ধরেছিল তাঁকে। কারণ পরিচালক নাকি পাঁচ মিনিট ধরে তাঁর গোপনাঙ্গের দিকে তাকিয়েছিলেন এক ভাবে। তারপর বলেছিলেন, শীলার উচিত সার্জারি করিয়ে স্তনের মাপ বাড়ানো। নয়তো বলিউডে ঢোকা যাবে না। সঙ্গে তিনি আরো কুৎসিত পরামর্শও দিয়েছিলেন বলে জানান শীলা।
শীলার আগে আরো একাধিক অভিনেত্রী একই রকম অভিযোগ এনেছিলেন পরিচালক সাজিদের বিরুদ্ধে। কয়েকজনের অভিযোগ ছিল আরো মারাত্মক। এমনকি সাজিদের বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছিলেন শার্লিন চোপড়া।
২০০৫ এ ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের জুহুর থানায় এফআইআর দায়ের করেছেন শার্লিন। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন তিনি। সংবাদ মাধ্যমকে শার্লিন বলেন, অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে পুলিসের তরফে প্রশ্ন আসে যে ঘটনাটা কবে ঘটেছিল।
তিনি ২০০৫ সাল বলায় পুলিস পালটা প্রশ্ন করে, এতদিন মুখ বন্ধ রেখেছিলেন কেন? উত্তরে শার্লিন দাবি করেন, ওই সময়ে সাজিদ খানের মতো একটা বড় নামের বিরুদ্ধে এহেন অভিযোগ আনার মতো সাহস তাঁর ছিল না। সাজিদকে যাতে বিগ বসে সুযোগ না দেওয়া হয় সেই আর্জিও জানিয়েছিলেন শার্লিন। তবে তাতে কোনো লাভই হয়নি।





Made in India