বাংলা হান্ট ডেস্কঃ ছুটি হোক বা অবসর, কাজের ব্যস্ততার মাঝে এক- দুদিনের সময় পেলে কার না ভালো লাগে বলুন তো? আবার তা যদি হয় বড়দিনের ছুটি! তাহলে তো ব্যাপার টা বেশ জমে যায়। তবে একি! এ বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস (Christmas) পড়েছে রবিবার (Sunday)। এবাবা! তাহলে তো বাড়তি ছুটিটাই মার গেল যে।
কি? এ কথাই ভাবছিলেন তো? তবে শুনুন ছুটি মার তো যাবেই না, বরং এবছর ছুটিতে হবে ডাবল ধামাকা। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়দিনে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার (State Government )। দু’দিন ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মীদের। এ বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস (Christmas) পড়েছে রবিবার। আর সেজন্য তার পরেরদিন অর্থাৎ সোমবার (Monday) সরকার ছুটি ঘোষণা করেছে মমতা সরকার।

বুধবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল যে, ২৬ ডিসেম্বরও ক্রিসমাসের জন্য সরকারি অফিস কাছারি, স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত সব বন্ধ থাকবে।যার অর্থ পরিষ্কার। তা হল শুক্রবার বিকেলের পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লম্বা ছুটি ক্রিসমাসে। এবারের বড় দিনে বড় ছুটি প্রাপ্ত হল রাজ্যবাসীর।





Made in India