বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এসে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১ মাসের লড়াই শেষে এবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বিশ্বকাপের দুই সেরা দল, ফ্রান্স এবং আর্জেন্টিনা। ভারতীয় সময় রাত ৮.৩০ নাগাদ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে দুই পক্ষ।
গত ৮ বছরে দুই দলই একবার করে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রাশিয়ায় ২০১৮ সালে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল ফ্রান্স। আর ২০১৪ সালে মারাকানা স্টেডিয়ামে লড়াই করেও জার্মানির কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার।
আর্জেন্টাইন মহাতারকা মেসির কাছে এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। বিশ্বকাপ শুরুর আগে <span;>মেসি ক্লাব ফুটবলে ১৯ ম্যাচে ১২ গোল করে ও ১০ টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছিলেন। তারপর চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ মিলিয়ে মোট ৫৭০ মিনিট মাঠে ছিলেন মেসি। বিশ্বকাপে তিনি মোট ৫ টি গোল করে ফেলেছেন। সতীর্থদের দিয়ে ৩ টি গোল করিয়েওছেন।
মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স মাঠে নামবে ভারতীয় সময় রাত ৮.৩০ নাগাদ। মেসির হাতে বিশ্বকাপ দেখতে পাবেন এই আশায় অনেক ভক্তই ইতিমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এরই মধ্যে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তির বাসিন্দা মেসি ভক্ত মহম্মদ স্বাদিক এমন একটি কান্ড করেছেন যা সকলকে চমকে দিয়েছে। আরব সাগরের ১০০ ফুট নীচে মেসির একটি কাট-আউট স্থাপন করেছেন তিনি।

ইনস্ট্রাগ্রামে তিনি এই গোটা কর্মকাণ্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে মেসির কাটআউট হাতে নিয়ে ওই ব্যক্তি নৌকা করে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। তারপরে দেখা যায় প্রবাল প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মেসির ওই কাট আউট এবং সেটির পাশে স্কুবাবা ডাইভিং করে বেড়াচ্ছে কিছু ডুবুরি।
View this post on Instagram
সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা যখন জয়ের দিকে এগোচ্ছে তখনই বন্ধুদেরকে এমন কীর্তি করে দেখাবেন বলে কথা দিয়েছিলেন মহম্মদ স্বাদিক। তিনি নিজের কথা রেখেছেন।





Made in India