বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের মিষ্টি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ‘মিঠাই’ নামে যিনি গত দু বছর ধরে বাংলার প্রত্যেক ঘরে ঘরে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে অগ্রণী ভূমিকাই গ্রহণ করবেন সৌমিতৃষা। মিঠাইয়ের মতোই বড্ড মিষ্টি মেয়ে তিনি।
এহেন সৌমিতৃষাই হঠাৎ রেগে আগুন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। একই ছবি বারবার দেখে তিতিবিরক্ত অভিনেত্রী। শেষমেষ তেড়ে ধমকই দিয়ে দিলেন তিনি। এবার মজা দেখিয়ে ছাড়বেন, সাবধান করে দিলেন সৌমিতৃষা

ব্যাপারটা কী? আবারো কি ফ্যানপেজের উপরে ক্ষেপে গেলেন অভিনেত্রী? অতীতে তাঁর এবং আদৃতের ছবি এডিট করে শেয়ার করায় একটি ফ্যানপেজের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলেন সৌমিতৃষা। সাবধান করে দিয়েছিলেন, এমন ঘটনা যেন আর না ঘটে। তবুও ফের কি তেমনি কিছু ঘটল?
না, আসলে এবারে মজা করেই ধমক লাগিয়েছেন সৌমিতৃষা। সম্প্রতি জি ফাইভের পেজে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করা হয়েছিল প্রচারের জন্য। সেই ছবিটি নিয়েই যত কাণ্ড। আসলে মিঠাইয়ের প্রথম দিককার একটি ছবি শেয়ার করা হয়েছিল জি ফাইভের পেজে। সেটা দেখেই কপট রাগ সৌমিতৃষার।

বলেই দিলেন, ‘আর ছবি নেই তোমাদের কাছে? এক শাড়ির ছবি খালি। এসো রোজ একটা করে ছবি তুলতে, দেখাব মজা।’ নেটিজেনরাও মশকরা করেছেন কমেন্ট বক্সে। মিঠাই কবে চলে গিয়ে মিঠি চলে এল, আর জি কিনা এখনো মিঠাইয়ের সেই পুরনো ছবি শেয়ার করে চলেছে!
হাসি মশকরার মাঝেও একটা চিন্তা কুরে কুরে খাচ্ছে মিঠাই দর্শকদের। জি বাংলায় এখন যেকটি সিরিয়াল চলছে তার মধ্যে সবথেকে পুরনো মিঠাই। নিত্য নতুন সিরিয়ালের ধাক্কায় যেকোনো দিন বিদায় দিতে হতে পারে ‘সিধাই’ জুটিকেও।
এর আগে একাধিক বার মিঠাই এর শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু বরাবরই সেসব গুজব উড়িয়ে দিয়েছেন কলাকুশলীরা। তবে মিঠাই এর ৭০০ পর্ব পূরণ হতেই আবারো সিরিয়াল শেষ হওয়ার জল্পনা শুরু হয়েছে। দু বছর হওয়ার আগেই কি বিদায় নেবে সিড মিঠাইও? প্রশ্নটা ভাবাচ্ছে দর্শকদের।





Made in India