বাংলাহান্ট ডেস্ক : কলকাতা পুলিশ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইন শিথিল করতে চলেছে। কলকাতা পুলিশের উচ্চ মহল থেকে বিভিন্ন থানা, ট্রাফিক গার্ডকে মৌখিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে বলা হয়েছে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালালে তার গাড়ি, বাইক কিংবা চালককে আগের মত কোর্টে চালান করা যাবে না।
আগের নিয়ম: কেউ যদি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল বা গাড়ি চালাতেন তাহলে সেই গাড়িটিকে আটক করে ট্রাফিক পুলিশ নিয়ে যেত থানায়। সেই সাথে গাড়ির চালককেও আটক করা হত। উকিল আসলে তার সহায়তায় চালকের জামিন মিলত। নয়তো পরবর্তী দিন গাড়িসহ চালককে পেশ করা হতো কোর্টে। কোর্টের তরফ থেকে জামিন মঞ্জুর হলে ফেরত পাওয়া যেত গাড়ি। একই সাথে ছিল জরিমানা।
বর্তমান নিয়ম: নতুন নির্দেশে বলা হয়েছে, কাউকে যদি মদ্যপ অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয় তাকে ব্যক্তিগত বন্ডে জামিনের সুযোগ দেওয়া হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ডায়মন্ড হারবার রোডে কোন ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লেন। তাকে বেহালা থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যাবে। এরপর ওই ব্যক্তি তার বন্ধু বা বাড়ির নিকট কাউকে ডেকে পাঠাতে পারবেন। নিকট জন এসে ব্যক্তিগত বন্ডের বিনিময় তাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন।
একই সাথে নিয়ে যাওয়া যাবে আটক হওয়া গাড়িও। তবে এরই সাথে বলা হয়েছে, মদ্যপ ব্যক্তির হয়ে যে ব্যক্তি আসবেন তাকে সুস্থ থাকতে হবে। সেই ব্যক্তিও যদি মদ্যপ অবস্থায় থাকেন তাহলে পুলিশের পক্ষ থেকে গাড়ি ছাড়া হবে না। পাশাপাশি বলা হয়েছে, মোটর ভেহিকলস আইনে মামলা হবে জরিমানার ক্ষেত্রে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে দিতে হবে জরিমানা। অর্থাৎ এতদিন যে গাড়ি আটকে থাকতো সেই ঝামেলা থেকে নিস্তার মিলবে।





Made in India