বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২২ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে চট্টগ্রামের মাটিতে দুর্দান্ত জয় পেয়েছিল ভারতীয় দল। ঢাকার মাটিতেও জয় দিয়েই এই সিরিজ শেষ করতে চান লোকেশ রাহুলরা। এই সিরিজটি ২-০ ফলে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে ভারতীয় দল।
এরই মধ্যে যে ক্রিকেটারের ওপর এইমুহূর্তে ভারতীয় দল সবচেয়ে বেশি ভরসা করছেন তিনি হলেন চেতেশ্বর পূজারা। চলতি বছরের শুরুর দিকে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে। কিন্তু ইংল্যান্ডে গিয়ে কাউন্ট্রি ক্রিকেট খেলে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন পূজারা। এই মুহূর্তে ভারতীয় টেস্ট স্কোয়াডে সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে পূজারা প্রথম ইনিংসের ৯০ রান করে আউট হয়েছিলেন। তখন অনেকেই চূড়ান্ত হতাশ হয়েছিলেন। কারণ পূজারা তিন বছর কোন শতরানের মুখ দেখেননি ভারতের জার্সিতে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই আফসোস মিটিয়ে নেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার। দুর্দান্ত এবং আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি নিজের ১৯ তম আন্তর্জাতিক সাধারণটি পেয়ে গিয়েছিলেন এবং ভারত ও বড় ব্যবধানে টেস্টটি জিতেছিল।
বৃহস্পতিবার যখন ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে তখন পূজারার নজর থাকবে একটি বড় মাইলফলকের দিকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাত্র বারো রান করলেই তিনি টপকে যাবেন ক্রিকেট বিশ্বের সর্বকালীন কিংবদন্তি অজি ব্যাটার ডন ব্র্যাডম্যানের টেস্ট রানসংখ্যাকে।
এইমুহূর্তে পূজারা ৯৭টি টেস্ট ম্যাচ খেলে ৪৪.৭৬ গড়ে ৬৯৮৪ রান করেছেন। ব্র্যাডম্যান নিজের সময়ে ৫২টি টেস্ট ম্যাচ খেলে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন। ২ ইনিংস মিলিয়ে পুজারা যে রান সংখ্যার দিক দিয়ে অজি কিংবদন্তিকে টপকে যেতে পারবেন বাংলাদেশ টেস্টে, তা তার অতি বড় নিন্দুকও হয়তো অস্বীকার করবেন না।





Made in India