বাংলাহান্ট ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ (Projapoti)। স্বাভাবিক ভাবেই লাইমলাইট কেড়ে নিয়েছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। তবে আরো একজন এই ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন কারণে তাঁর কাছে ছবিটির গুরুত্ব অপরিসীম। তিনি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন শ্বেতা। তাও আবার বিপরীতে নায়ক দেব। স্ক্রিনে প্রিয় মানুষটাকে দেখে শ্বেতার বাস্তব জীবনের প্রেমিক রুবেল দাসের (Rubel Das) মনে সত্যিই প্রজাপতি উড়ছে।
ছোটপর্দার ‘যমুনা’ নামেই বেশি পরিচিতি শ্বেতার। এই প্রথম দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত শ্বেতা। প্রেমিকার সাফল্যে খুশি রুবেলও। উপরন্তু শ্বেতার মতো একজন অভিনেত্রী, যার কিনা খোলামেলা, স্বল্প পোশাক নিয়ে সমস্যা, তিনি এত বড় একটা ব্রেক পেলে গর্ব তো হবেই।

অভিনেত্রী মানেই স্বল্প পোশাকে অভ্যস্ত হতে হবে, এমন একটা ধারণা রয়েছে অনেকের মনেই। কিন্তু শ্বেতা এদিক দিয়ে ব্যতিক্রম। কোনো রকম খোলামেলা পোশাক তিনি পরেন না। এমনকি স্লিভলেস পোশাকেও তাঁর আপত্তি। এতদিন এতসব আপত্তি থাকা সত্ত্বেও কাজ পেয়ে এসেছেন শ্বেতা।
ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। এবার বড়পর্দাতেও ডেবিউ করে ফেললেন শ্বেতা। অভিনেত্রীর অফস্ক্রিন প্রেমিক অভিনেতা রুবেল বলেন, পোশাক নিয়ে যাবতীয় শর্ত শ্বেতার নিজের ব্যাপার। রুবেল নিজে নাচের মঞ্চ থেকে উঠে এসেছেন সিরিয়ালে। নাচের জগতে অনেকেই ছোট পোশাকে সাবলীল। কিন্তু শ্বেতা তা নন।
অবশ্য এই আপত্তি এতদিন তাঁর কাজের পথে বাধা দাঁড়ায়নি। অনেক চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। আর রুবেল বলেন, এই শর্তের জন্য যদি কাজ হারিয়েও যায় তবুও শ্বেতার বিশেষ সমস্যা হবে বলে মনে করেন না তিনি। নিজের নীতি থেকে তবুও সরবেন না শ্বেতা।





Made in India