বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) যাবে আসবে। কিন্তু প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে কিছু সিরিয়াল পাকাপাকিভাবে জায়গা করে নেয় দর্শকদের হৃদমাঝারে। তেমনি একটি সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার এই মেগা বিগত দু বছর ধরে চলছে এবং এখনো পর্যন্ত নিজের দমে জায়গা ধরে রেখেছে সেরা দশের টিআরপি তালিকায়।
সিদ্ধার্থ আর মিঠাই এর চরিত্রে দেখা যাচ্ছে আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। দুজনের অফস্ক্রিন রসায়ন নিয়ে বিতর্ক থাকলেও তাঁদের অনস্ক্রিন জুটি এখনো অনেকের পছন্দের তালিকাতেই প্রথম দিকে থাকবে। সিরিয়ালের নায়ক নায়িকাদের নিয়ে উন্মাদনা নতুন নয়। কিন্তু উচ্ছেবাবু আর তুফান মেল যত কম সময়ে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন তা সত্যিই নজিরবিহীন।

এখন অবশ্য গল্পের প্রয়োজনে মিঠাই বিদায় নিয়েছে। তার বদলে এসেছে মিঠি। কিন্তু সিডের পাশে মিঠিকেও ধীরে ধীরে মেনেই নিচ্ছেন দর্শকরা। এর মাঝেই নেটপাড়ায় জোর গুঞ্জন, সৌমিতৃষা আদৃত নাকি জুটি বেঁধে পা রাখছেন বড়পর্দায়। তাও আবার রাজ চক্রবর্তীর ছবিতে! জল্পনা কি সত্যি?
না, এমন কোনো খবরই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আসলে মিঠাই এর সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছিল, যে গোডাউনের মধ্যে আটকা পড়ে মিঠাই পুড়ে মারা গিয়েছিল সেই গোডাউনেই আবার ফিরে এসেছে সিদ্ধার্থ। এখনো পর্যন্ত মিঠাইয়ের খুনিকে ধরতে না পারার আক্ষেপ করছে সে। তখনি হঠাৎ মিঠাই এসে দাঁড়ায় তার সামনে।
প্রোমোটা দেখে অনেকেই উদগ্রীব হয়ে উঠেছিলেন। মিঠাইয়ের ফিরে আসার আনন্দে খুশি হয়েছিলেন সকলেই। কিন্তু সিরিয়ালে দেখা যায়, আসলে মিঠাইয়ের খুনিদের ধরতে ফাঁদ পাতে সিড এবং তার টিম। মিঠিই মিঠাই সেজে যায় গোডাউনে। এই দৃশ্যটা দেখে অনেকে মিল পেয়েছেন শাহরুখ দীপিকার ‘ওম শান্তি ওম’ এর সঙ্গে।
জনৈক মিঠাই ভক্ত দাবি করেছেন, বাংলাতেও ‘ওম শান্তি ওম’ এর রিমেক বানানো হোক। পরিচালনা করুন রাজ চক্রবর্তী এবং সেখানে অভিনয় করুন সৌমিতৃষা আর আদৃত। উল্লেখ্য, রাজের ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ করেছিলেন আদৃত। তারপর তিনি পা রাখেন ছোটপর্দায়। সৌমিতৃষার এখনো পর্যন্ত বড়পর্দায় ডেবিউয়ের খবর পাওয়া যায়নি। তবে এমনটা হলে ‘সিধাই’ ভক্তরা যে অত্যন্ত খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।





Made in India