বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার আলিপুর আদালতে শোভন চট্টোপাধ্যায় (Shovon Chattopadhyay) ও রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chattopadhyay) বিবাহ বিচ্ছেদ (Divorce) মামলার শুনানি ছিল। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) সেই শুনানিতে শোভনের হয়ে স্বাক্ষ হিসেবে জমা দিলেন হলফনামা। আদালতে গিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ও। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের আইনত স্ত্রী রত্না চট্টোপাধ্যায় স্পষ্ট ভাবে জানান, মামলা যেমন ভাবে চলছে চলুক। তিনি কিছুতেই ডিভোর্স দেবেন না।
জানা গিয়েছে, এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩০ শে জানুয়ারি। শোভন চট্টোপাধ্যায় এদিন শুনানি শেষে বলেন, “অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে বিবাহ বিচ্ছেদের মামলা। ক্রস এক্সামিনেশন শেষ হয়েছে আমার। ড: বৈশাখী বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পারিবারিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে। অনেক কিছুই দেখেছেন তিনি। আদালতে হলফনামা আকারে তিনি সবটা জমা দিয়েছেন এবং আদালত সেটি গ্রহণ করেছে।”
শোভন চট্টোপাধ্যায় এদিন আরও বলেন, “আমার তো জানা নেই এরপর ওদের (রত্না চট্টোপাধ্যায়ের) উকিল কী প্রশ্নের অবতারণা করবেন। প্রত্যক্ষভাবে সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই করেছি।” অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “লোকজন নিয়ে এসে রত্না চট্টোপাধ্যায় ভয় দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু সত্যের সাথে আমি সর্বদা রয়েছি।”

এরপর পাল্টা রত্না চট্টোপাধ্যায় বলেন, “কলকাতা পুলিশের গার্ড ও বাউন্সার রাখেন ওরা। আমি এমএলএ। সিকিউরিটি ছাড়াই আমি ঘুরি। যদি আমি কলকাতা পুলিশ ও বাউন্সারদের ভয় দেখাতে পারি তাহলে তো কলকাতা শহরে আমার থেকে বড় মস্তান আর নেই!” এরই সাথে রত্না চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তিনি কিছুতেই ডিভোর্স দেবেন না শোভনকে। রত্নার কথায়, “মামলা চলছে চলুক। কোনও অসুবিধা নেই আমার। এত তাড়া কিসের ওদের? ডিভোর্স আমি দেব না।”





Made in India