বাংলাহান্ট ডেস্ক : খুন হলেন এক তৃণমূল কর্মী (Trinamool leader)। অভিযোগ পুলিশের বেশে বাড়ি ঢুকে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায়। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রের খবর, এর আগে হামলা করা হয়েছিল এই তৃণমূল নেতার ছেলের উপর।
জানা গিয়েছে, স্থানীয় কংগ্রেস (Congress) নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে দল। মৃত তৃণমূল কর্মীর নাম এসাদুল মন্ডল। একদল দুষ্কৃতি পুলিশ সেজে সোমবার রাত দেড়টা নাগাদ ঢুকে পড়ে বছর পঞ্চাশের এসাদুল মন্ডলের বাড়িতে। এরপর দুষ্কৃতীরা হাত-পা-মুখ বেঁধে দেয় তৃণমূল কর্মীর স্ত্রীর। তারপর দুষ্কৃতীরা হামলা করে এসাদুলের উপর।
এরপরেই হাসুয়া দিয়ে তাকে এলোপাথাড়ি ভাবে কোপ মারা হয়। ঘটনা জানাজানি হওয়ার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয় এলাকা ছেড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কর্মীর বাড়িতে স্থানীয়রা ছুটে আসেন। প্রতিবেশীরা তাকে ভর্তি করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর এই তৃণমূল কর্মীর মৃত্যু হয় মঙ্গলবার সকালে।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দুষ্কৃতীরা এর আগে হামলা করেছিল এসাদুলের ছেলের উপর। এরপর এসাদুলকে খুন করা হয়েছে পরিকল্পনামাফিক ভাবে। হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনার সাথে কারা যুক্ত সেই ব্যাপারে জানার জন্য অনুসন্ধান শুরু করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।





Made in India