বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবারের তুলনায় সোমবার আরও একটু কমল সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু দেখা নেই জাঁকিয়ে ঠান্ডার। কনকনে ঠান্ডা আর পাওয়া যাবে কিনা তা নিয়েও নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। জানা যাচ্ছে, সামনের সপ্তাহ থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৬.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৩%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে আপাতত কুয়াশার দাপট থাকবে। আগামী ২৪ ঘন্টায় পাহাড়ের জেলাগুলিতে রাতের তাপমাত্রার ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
অপরদিকে দক্ষিণবঙ্গের, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে খুব হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানা যাচ্ছে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
আগামীকালের আবহাওয়া : ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।





Made in India