বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জের! এবার আরও বিপাকে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা (Trinamool Leader) কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। শুক্রবার সাতসকালে তৃণমূলের এই যুবনেতার বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (ED)। সূত্রের খবর, নিউটাউনের চিনার পার্কে যুবনেতার দুটি ফ্ল্যাটে সকাল থেকে তল্লাশি শুরু করেছে ইডির জোড়া দল। তদন্তকারী সংস্থার আধিকারিকেরা দু’টি ভাগে ফ্ল্যাট দু’টিতে তল্লাশি চালাচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি মমলায় নিজাম প্যালেসে সিবিআই-এর দু’দফা জিজ্ঞাসাবাদের পর এবার সরাসরি তাঁর বাড়িতে ঢুকে পড়ল ইডি। দিন দশেক আগে বারাসতের মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল কুন্তল নামক এই যুবনেতার নাম প্রথম প্রকাশ্যে আনেন। বিস্ফোরক দাবি করে তাপস বলেন, তাঁর কাছে যা হিসেব তাতে নিয়োগ দুর্নীতিতে কুন্তল ১৯ কোটি টাকা তুলেছিলেন।
তাপস আরও অভিযোগ করেছিলেন, এই ১৯ কোটি টাকা ৩২৫ জন প্রার্থীর থেকে নেওয়া হয়েছে। তাপসের দাবি এই সংক্রান্ত নথিও রয়েছে তাঁর কাছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তিঁনি জানান, আরও ২৬০০ প্রার্থীর থেকে ৫০ হাজার টাকা করে কুন্তল নিয়েছেন। তাঁর হিসেব অনুযায়ী এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছে।

এরপরই জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার কুন্তলকে নিজাম প্যালেসে ডাকে সিবিআই। সেদিন বেশ কিছু নথি দিয়ে তিনি চলে যান। ফের বৃহস্পতিবার তাঁকে ডাকে সিবিআই। এরপরই এদিন সকালে সেই কুন্তলের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেন, টাকার অঙ্ক, সহ অভিযুক্ত মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর বোঝাপড়ার বিষয় খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান।
 
			 
 
    




 Made in India
 Made in India