বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি সবসময় প্রকাশ্যে যে কোনও পরিস্থিতিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) সমর্থন করে এসেছেন। ১ মাস আগে যখন রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপের (Qatar World Cup 2022) কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিলেন, তখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিয়েছিলেন যে রোনাল্ডোর সর্বকালের সেরা হওয়ার জন্য বিশ্বকাপের প্রয়োজন নেই।
আসলে তাদের গল্পটা কিছুটা একই রকম। দুজনেই অত্যন্ত অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছেন। দুজনের কেউই সোনার চামচ মুখে জন্মাননি। তাদের সাফল্যের মূল ভিত্তি হল কঠোর পরিশ্রম। দুজনেই নিজেদের আগ্রাসে আচরণের জন্য অনেক সময় সমালোচিত হয়েছেন। দুজনেই নিজেদের সেরা সময় যে উচ্চতা ছুঁয়েছিলেন, তেমনটা করে দেখানোর ক্ষমতা বিশ্ব ক্রীড়া জগতে খুব কম ক্রীড়াবিদের আছে।
তাই হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিস্থিতি নিজের মন থেকে উপলব্ধি করতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এবার আরো একবার প্রকাশ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পর্তুগিজ মহাতারকার নিন্দুকদের বিরুদ্ধে তুমুল তাচ্ছিল্য ছুঁড়ে দিলেন বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার।
গতকাল রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে একাধিক মহাতারকা সমৃদ্ধ পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল সৌদি আরবের দুই বিখ্যাত ক্লাব আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত একাদশ। বিশ্বকাপের ব্যর্থতার পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মায়া কাটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে এসেছেন এশিয়ায়। তিনি বর্তমানে আল নাসের ক্লাবের অংশ। তাই এই সম্মিলিত একাদশের নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল তাকেই।
ম্যাচে পিএসজি ৫-৪ ফলে জিতেছে। গোল পেয়েছেন এমবাপ্পে, মেসি, র্যামোসরা। এই ফলাফলে প্রত্যাশিত ছিল এমনকি অনেকে ভেবেছিলেন আরও বড় ব্যবধানে জয় পাবে প্যারিসের ক্লাবটি। কিন্তু মেসিদের ক্লাব এই লড়াইয়ে জিতলেও ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কারটি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধের জোড়া গোল করেছিলেন সিআরসেভেন।

এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচের সেরা পুরস্কার হাতে ছবি নিয়ে হলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে নিজের সেরাটা দিচ্ছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন পারফরম্যান্সের পর প্রতি সপ্তাহে স্টুডিওতে বসে তার সমালোচনা করা বিশেষজ্ঞরা আজ নীরব। আর সবাই বলছিল তিনি নাকি শেষ হয়ে গিয়েছেন।” বিরাট কোহলি হয়তো গোটা ব্যাপারটির সঙ্গে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন নিজের পরিস্থিতির। কিছুদিন আগে তিনি যখন খারাপ কর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন বিশেষজ্ঞরা টিভিতে বসে তারও সমালোচনা করেছিল। তাই হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে মানসিকভাবে একাত্ম হতে পারছেন বিরাট।





Made in India