বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শো (Reality Show) কে না ভালবাসে। বিশেষত নাচ, গানের নন ফিকশন শো গুলি দীর্ঘদিন ধরে বিনোদনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে থেকেছে। এমনি একটি শো হল জি বাংলার সারেগামাপা (SaReGaMaPa)। বহু বছর ধরে তরুণ প্রতিভাদের আত্মপ্রকাশের মঞ্চ হয়ে থেকেছে এই শো। এবারের সিজনেও সারেগামাপার মঞ্চ বেশ কয়েকজন এমন তরুণ তরুণীদের পেয়েছে যাদের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে ভবিষ্যতের নামী শিল্পীরা।
অতি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। এখনো পর্যন্ত টিভিতে সম্প্রচারিত না হলেও চূড়ান্ত পর্বের শুটিং ইতিমধ্যেই সারা এবং সারেগামাপা পেয়ে গিয়েছে এবারের বিজেতাকেও। সোশ্যাল মিডিয়ায় গ্র্যান্ড ফিনালে পর্বের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

গত বারের মতো এবারের সিজনেও বিচারকের আসনে ছিলেন ইমন। মাঝে মাঝে অনুপস্থিত হলেও প্রায় গোটা সিজনটা ধরেই শোতে দেখা গিয়েছে তাঁকে। গ্র্যান্ড ফিনালের দিনও দেখা মিলল ইমনের। বেগুনি রঙা ডিজাইনার গাউনে সেজেছিলেন গায়িকা। জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি।
পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে থাকছে আরো বড় দুই চমক। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের গান শুনতে আসছেন সোনু নিগম এবং কুমার শানু। ইমনের পোস্টে দেখা মিলেছে তাঁদেরও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী দারুন ফিনালে ছিল। এখনো ঘোরের মধ্যে রয়েছি। শুটের মাঝে তোলা ছবি’।

কিন্তু এতদিন ব্যাপী প্রতিযোগিতার ফলাফল কী হল? কার মাথায় উঠল সেরার শিরোপা? সে খবর ইমন গোপন রাখলেও কমেন্ট বক্সে একজন দাবি করেছেন, পদ্ম পলাশ এবং অস্মিতা যুগ্ম ভাবে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালবার্ট কাবো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইমন বা সারেগামাপার অন্য বিচারকেরা।

এবারে ইমনের পাশাপাশি বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা। এছাড়া এই প্রথম বার কোনো রিয়েলিটি শো তে গুরুর আসন অলঙ্কৃত করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সারেগামাপা গ্র্যান্ড ফিনালের সম্প্রচার তারিখ এখনো ঘোষনা হয়নি। এরপর থেকে শনি রবিবার করে দেখা যাবে ডান্স বাংলা ডান্স।





Made in India