বাংলাহান্ট ডেস্ক: রণবীর কাপুর (Ranbir Kapoor) নামটা শুনলেই অবধারিত ভাবে উঠে আসবে আলিয়া ভাটের নাম। নিজের থেকে বয়সে ঢের ছোট অভিনেত্রীকে বিয়ে করে ঘোরতর সংসারী হয়ে উঠেছেন তিনি। এক মেয়ের বাবা-ও হয়ে গিয়েছেন। কিন্তু তাঁর পুরনো কীর্তিকলাপ ভোলেনি ইন্ডাস্ট্রি। বলিউডের ‘ক্যাসানোভা’ বলে পরিচিত রণবীরের একাধিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি বেফাঁস মন্তব্য করারও রেকর্ড আছে।
সাংবাদিক সম্মেলন হোক বা সিনেমার প্রচার, ক্যামেরার সামনে ভুল করে বা ইচ্ছাকৃত যৌনগন্ধী মন্তব্য করেই থাকেন বলিউড তারকারা। আর এক্ষেত্রে রণবীরের বিশেষ ‘সুনাম’ও রয়েছে। অস্থানে কুস্থানে বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে উঠে আসার পাশাপাশি উপস্থিত সঞ্চালক, দর্শকদের অস্বস্তিতে ফেলেছেন তিনি।

এমনি একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন রণবীর। আর সেই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মনীশ পল। তিনি সরাসরি দর্শকাসনে রণবীরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার পকেটে কী আছে? উত্তরে এক মুহূর্তও না ভেবে অভিনেতা বলে ওঠেন, ‘আমার পকেটে রকেট আছে’।
রণবীরের মন্তব্যে হেসে ফেলেন দর্শকরা। হাসতে দেখা যায় অভিনেতার বাবা ঋষি কাপুর, সলমন খান, ফারাহ খানকেও। কিন্তু মনীশ তো থামার পাত্র নন। তিনি পালটা প্রশ্ন করেন, কিন্তু এই রকেটটা তো বেশ ছোট লাগছে। সত্যিই রকেট তো? উত্তরে রণবীর বলে ওঠেন, ‘বোতাম টিপলে রকেট বড়ও হয়’! বলা বাহুল্য, রণবীরের ‘ডবল মিনিং’ মন্তব্য দৃশ্যতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল উপস্থিত দর্শকদের।
বর্তমান সময়ে ফিরলে, আগের রণবীরের সঙ্গে এখনকার রণবীরের অনেকটাই ফারাক। আলিয়া বাস্তবিকই বদলে দিয়েছেন তাঁকে। এখন নিজের পরিবার আর কাজ নিয়েই ব্যস্ত রণবীর। আগামীতে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর।





Made in India