বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে নাগপুরের মাটিতে আরম্ভ হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পৌঁছতে হলে এই সিরিজে বড় ব্যবধানে জিততে হবে। তাই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু এই সিরিজে ভারতকে কিছু সমস্যাও ভোগ করতে হবে।
চোটের কারণে এই সিরিজের অংশ হতে পারছেন না দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যশপ্রীত বুমরা এবং রিশভ পন্থ। ভারতের গত কয়েক বছরের টেস্ট ক্রিকেটে সফল হওয়ার পেছনে এই দুই ক্রিকেটারের বড় ভূমিকা রয়েছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে তাদের না থাকাটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। বুমরা যদিও চোটের কারণেই বেশ কিছুদিন ধরেই ভারতীয় টেস্ট দলের অংশ নন। কিন্তু রিশভ পন্থ বাংলাদেশ সফরেও ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন পন্থ। তিনি কবে আবার ২২ গজে ফিরতে পারবেন তা নিয়ে কোন স্পষ্ট ধারণা নেই কারোর? এই অবস্থায় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তার পরিবর্তে কাকে ভারতীয় দল খেলাবে সেই প্রশ্নের জবাব সম্প্রতি দিয়েছেন ঋদ্ধিমান সাহা। প্রসঙ্গত, পন্থের চোট থাকা সত্ত্বেও তারকা বঙ্গ উইকেটরক্ষককে ভারতীয় স্কোয়াডে ফেরত আনা হয়নি।
এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডে দুজন উইকেটরক্ষক রয়েছেন। প্রথমজন হলেন শ্রীকর ভরত যার আন্তর্জাতিক অভিজ্ঞতা খুবই অল্প। অপরজন হলেন ঈশান কিষান যিনি ভারতের হয়ে অন্যান্য ফরম্যাটে দাপটের সাথে খেললেও এই ফরম্যাটে প্রথমবার সুযোগ পেয়েছেন। সেই হিসেবে হয়তো ভারতের দলে জায়গা পাওয়াটা স্বাভাবিক কিন্তু ঋদ্ধিমান সাহা মনে করেন যে পন্থের অনুপস্থিতিতে ঈশান কিষানকেই ভারতীয় দল মাঠে নামাবে।
এর পেছনে থাকা কারণও ব্যাখ্যা করেছেন ঋদ্ধি। তিনি জানিয়েছেন যে ভারতীয় দলে এই মুহূর্তে এমন উইকেট রক্ষককে দলে জায়গা দিতে আগ্রহী যারা আগ্রাসে ব্যাটিংয়ে অভ্যস্ত। শ্রীকর ভরত উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষানের থেকে এগিয়ে থাকতে পারেন। কিন্তু রিশভ পন্থ যে আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটিং করতেন ঈশান কিষান সেটা করতে পারবেন এবং সেই জন্যই হয়তো ভারতীয় দল তাকেই বেশি গুরুত্ব দেবে।





Made in India