বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল জাদেজা এবং অক্ষরের জুটি নাগপুরে অজিদের হতাশা বাড়িয়েছিল। তাই আজ যখন রবীন্দ্র জাদেজা (৮২) দলগত ৩২৮ রানের মাথায় টড মার্ফির ষষ্ঠ শিকারে পরিণত হন, তখন কামিন্স বাহিনী নিশ্চয়ই ভেবেছিল যে তারা ভারতের লিডকে ২০০ রানের নীচেই রাখতে পারবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন অক্ষর এবং ভারতের দুই টেল এন্ডার শামি ও সিরাজ।
ভারতীয় দল এই টেস্টে যে একাদশ মাঠে নামিয়েছে তার ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। মহম্মদ শামি, যিনি ১০ নম্বরে ব্যাট করতে নামেন, তারও টেস্ট ম্যাচে অর্ধশতরান রয়েছে। আজ পঞ্চাশের গণ্ডি ছুঁতে না পারলেও দুটি চার ও তিনটি ছক্কা সহ ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের লিডকে ২০০ রানের গন্ডি অতিক্রম করতে সাহায্য করেন।
অক্ষর প্যাটেল কাল আগ্রাসী ব্যাটিং করছিলেন। আজ জাদেজা আউট হওয়ার পর আশ্চর্য পরিণতি বোধের পরিচয় দিলেন। নিজের উইকেটের গুরুত্ব খুব ভালই যে বোঝেন সেটা আরও একবার প্রমাণ করে দিলেন অক্ষর। সবচেয়ে বড় কথা তিনি শামি কিংবা সিরাজকে বেশি আড়াল করার চেষ্টা করেননি। তাদের ব্যাটিং দক্ষতার উপর ভরসা রেখেছেন এবং নিজে রান করে গিয়েছেন।

টড মার্ফির ডেলিভারিগুলিকে তিনি কখনও নিখুঁত কভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়েছেন, আবার কখনো স্টেপ আউট করে লং অনের সীমানা পার করে দিয়েছেন। মার্ফি কার্যত অস্ট্রেলিয়ার বোলিংকে একা কুম্ভের মতো টানছিলেন। উপমহাদেশের মাটিতে অভিষেক করে নিজের প্রথম টেস্টে ভারতের মতো দলের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে তিনি সকলকে মুগ্ধ করেছেন ঠিকই, কিন্তু ভারতকে ৪০০ রানের গন্ডি ছোঁয়া থেকে আটকাতে পারেননি।
শেষ পর্যন্ত ৮৪ রানের ব্যক্তিগত স্কোরে অক্ষর প্যাটেলকে বোল্ড করেন অধিনায়ক কামিন্স। এটি ছিল টেস্ট ফরম্যাটে অক্ষরের সর্বোচ্চ স্কোর। গুজরাটের অলরাউন্ডার ভারতীয় দলকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যেখান থেকে হয়তো তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে হবে না। প্রথম ইনিংসের শেষে ২২৩ রানের লিড পেয়েছে ভারতীয় দল। ২টি বড় উইকেট পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।





Made in India