বাংলাহান্ট ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’ (Pathan)। প্রায় চার বছর অনুরাগীদের অপেক্ষা করিয়ে রাখার পর বড়পর্দায় রাজকীয় কামব্যাক করেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর আগমনে আগের ফর্ম ফিরে পেয়েছে বলিউড। দু সপ্তাহ পরেও বক্স অফিসে রাজত্ব করছে পাঠান। ভাঙছে একের পর এক রেকর্ড। কলকাতাতেও নয়া রেকর্ড গড়েছে কিং খানের কামব্যাক ছবি।
মুক্তির ঢের আগে থেকেই বিতর্কে জড়িয়েছিল পাঠান। একাধিক ধর্মীয় সংগঠন অভিযোগ তুলেছিল এই ছবির বিরুদ্ধে। গেরুয়া বিকিনি থেকে ছবির নাম সবকিছু নিয়েই উঠেছিল আপত্তি। এমনকি কলকাতাতেও ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ সরব হয়েছিল পাঠানের বিরুদ্ধে।

না, এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠেনি ঠিকই, কিন্তু পাঠানের জন্য অন্য বাংলা ছবি শো পাচ্ছে না, ব্যবসা মার যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। কিন্তু পাঠানকে আটকানো যায়নি। শেষমেষ বাংলা বক্স অফিসে কেমন ব্যবসা করল এই ছবি? প্রকাশ্যে সমস্ত হিসেব।
জানা যাচ্ছে, এ রাজ্যে প্রথম সপ্তাহে ১৮.৬৮ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান। আর দ্বিতীয় সপ্তাহে ৪.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সব মিলিয়ে ২৩.৫৪ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। উল্লেখ্য, এখনো পর্যন্ত চারটি বাংলা ছবিই ১০ কোটি টাকার গণ্ডি পার করেছে। তার মধ্যে তিনটি ছবি দেবের আর একটি জিতের। কিন্তু শাহরুখের একটি ছবিই ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড।
পাঠান অবশ্য প্রথম নয়। এর আগে এ রাজ্যে বাহুবলী ২ এবং কেজিএফ ২ দুটোই ২০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। প্রায় ২৮ কোটি টাকার ব্যবসা করেছিল বাহুবলী এবং কেজিএফ তুলেছিল প্রায় ২৪ কোটি টাকা। তবে পাঠান এখনো যে হারে আয় করছে তাতে কেজিএফকে ছাপিয়ে অন্য ভাষার সর্বাধিক আয় করা ছবিগুলির মধ্যে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।





Made in India