বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ বছর পর ফের বক্স অফিসে ফিরছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবি। তবে পুরনো ছবির রিমেক নয় নতুন ভাবে তৈরি করা হচ্ছে ছবি। বি-টাউনের দুই অ্যাকশন হিরোকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। আলী আব্বাস জাফরের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি।
এই প্রথমবার একসঙ্গে দুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি এবং দীপশিখা ভাগনানি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

View this post on Instagram
জোর কদমে চলছে শুটিংয়ের কাজ। আর শুটিং ফ্লোরেই এবার ঘটে গেল বড়সড় বিপত্তি। হঠাৎ করেই হানা দিল চিতাবাঘ। যদিও সে সময় প্যাকআপ হয়ে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। ছিলেন মেকআপ আর্টিস্ট এবং তাঁর এক বন্ধু।

মেকআপ আর্টিস্টের ওপরেই হামলা চালায় চিতাবাঘ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রাবণ বিশ্বকর্মা জানান,’হঠাৎ করে আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাই আমি। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি হাসপাতালের বিছানায়’। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে।

১৯৯৮ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং গোবিন্দাকে। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণান। আবারও বক্স অফিস কাঁপাতে আসছে এই ছবি। তবে একেবারেই নতুন কাহিনী নিয়ে।





Made in India