বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের এক জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। কখনও রোমান্টিক চরিত্র তো কখনও আবার একেবারে অন্যরকম চরিত্রে তিনি ধরা দিয়েছেন দর্শকদের সামনে। ঋষি কাপুরের একমাত্র পুত্রের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর ভক্তের সংখ্যা যে খুব একটা কম নয় তা তার সোশ্যাল মিডিয়া ঘাটলেই বোঝা যায়। একের পর এক হিটমুভি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।
মাত্র কয়েকদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবি দেখতে হলমুখী হয়েছিলেন বহু দর্শক। সিনেপ্রেমীদের মনে বেশ ভালই সাড়া ফেলেছিল এই ছবি। এবার দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু ভক্ত।

আর এইসবের মাঝেই এবার অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তারই সহ অভিনেতা পিযূশ মিশ্র। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন তিনি। তাঁর কথায়,’বড্ড নোংরা কথা বলেন রণবীর ‘। তিনি আরওর বলেন, ‘ব্যক্তিগত ভাবে অভিনেতা অত্যন্ত নরম মনের মানুষ’।

একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঋষি কাপুর এবং নিতু সিং এর একমাত্র পুত্র রণবীর কাপুর। অবশেষে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। বর্তমানে সুখেই সংসার করছেন তিনি।

২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। জন্ম হয় একটি ফুটফুটে কন্যা সন্তানের। তারকা জুটির নামের সঙ্গে মিল রেখেই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে রাহা। তবে কেবলমাত্র অভিনয় নয় বর্তমানে কোরিওগ্রাফারেরও কাজ শুরু করেছেন তারকা দম্পতি। খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবি। অভিনেতার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।





Made in India