বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্কে (State Bank Of India) যাঁদের অ্যাকাউন্ট আছে তাঁদের জন্য এল দারুণ সুখবর। জানা গিয়েছে, SBI গ্রাহকেরা এবার আগামী ৩১ মার্চ পর্যন্ত একটি বড় সুবিধা পাবেন। ইতিমধ্যেই ব্যাঙ্ক জানিয়েছে যে, গ্রাহকেরা এখন ৪০,০৮৮ টাকার সুবিধা পেতে পারেন। এমতাবস্থায়, আপনি যদি SBI গ্রাহক হন সেক্ষেত্রে কিভাবে এই সুবিধা পাবেন সেই প্রসঙ্গটি বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল। ইতিমধ্যেই ব্যাঙ্ক FD-র সুদের হার বৃদ্ধি করেছে।
৩১ মার্চ পর্যন্ত সুবিধা নিতে পারবেন: মূলত, SBI ৪০০ দিনের FD-এর ক্ষেত্রে ৭.১ শতাংশ সুদের হারের সুবিধা দিচ্ছে। এর পাশাপাশি, ২ কোটি টাকার কম পরিমানের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আপনি আগামী ৩১ মার্চ পর্যন্ত এটির সুবিধা নিতে পারেন।
অতিরিক্ত মিলবে ৪০,০৮৮ টাকা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার বিশেষ স্কিমের সুদের হার বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি ৫ লক্ষ টাকা জমা করেন, সেক্ষেত্রে আপনি ম্যাচুরিটির পরে ৫,৪০,৮৮৮ টাকা পাবেন। উল্লেখ্য যে, সেখানে আপনি সুদ হিসেবে ৪০,৮৮৮ টাকা পাবেন। এটি আপনার ফিক্সড ইনকামের রূপে থাকবে। আপনি স্টেট ব্যাঙ্কের যেকোনো শাখার মাধ্যমে এই সুবিধা পেতে পারেন।
কতদিন মিলবে এই সুবিধা: আপনি আগামী ৩১ মার্চ পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমের সুবিধা নিতে পারেন। তবে, আপনি যদি এখনও এই স্কিমে বিনিয়োগ না করে থাকেন, সেক্ষেত্রে নির্ধারিত দিনের আগে আপনি এই স্কিমটিতে বিনিয়োগ করে এর সুবিধা নিতে পারেন।
১ বছরে কত লাভ হবে: এছাড়াও, আমরা যদি ২ কোটি টাকার কম ডিপোজিটের দিকে নজর দিই সেক্ষেত্রে ব্যাঙ্ক এতে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এদিকে, SBI-এর প্রথম ১ বছরের ম্যাচুরিটিযুক্ত FD-র ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ মিলবে। যদিও, এখন এবার এর ওপর ০.০৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। যার ফলে এটি ৬.৮০ শতাংশে পৌঁছে গিয়েছে। এদিকে, ২ বছরের FD-র ক্ষেত্রে প্রথমে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া গেলেও এখন তা বেড়ে ৭ শতাংশ হয়েছে।

৩ ও ৫ বছরে কত লাভ হবে: এছাড়াও, ৩ বছরের ম্যাচুরিটিযুক্ত FD-র ক্ষেত্রে ৬.২৫ শতাংশের পরিবর্তে ৬.৫০ শতাংশ সুদের সুবিধা মিলবে। পাশাপাশি, ৫ বছরের ম্যাচুরিটিযুক্ত FD-র ক্ষেত্রেও ৬.২৫ শতাংশের পরিবর্তে ৬.৫০ শতাংশ সুদের সুবিধা পাওয়া যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের এই নতুন রেট আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
 
			 
 
    




 Made in India
 Made in India