বাংলা হান্ট ডেস্ক : টলিউড (Tollywood) জগতে খুব অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা তৈরি করেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। রানী রাসমণি (Rani Rashmoni) ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে বর্তমানে কেবলমাত্র টেলিভিশন নয়। ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দা সর্বত্রই চলেছে তাঁর দাপট।
দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর প্রেম নিয়ে চলছে বিস্তর জলখোলা। তাঁর নাম জড়িয়েছে অভিনেতা সুহত্রর সঙ্গে। যদিও সেসবে খুব বেশি পাত্তা দিতে নারাজ দিতিপ্রিয়া রায়। মন দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ডাকঘর’। একেবারে অন্যরূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

এই ওয়েব সিরিজে দিতিপ্রিয়া স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা সুহোত্রর সঙ্গে। তাঁদের অভিনয় মন ছুয়েছে দর্শকদের। তবে এবার দর্শকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেন তাঁরা। তাদের ‘ডাকঘরে’ চিঠি পাঠালেন ভক্তরা। সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও বেশকিছু প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী।

অভিনেত্রীকে এক ভক্ত বলেন, ‘গোটা পশ্চিমবঙ্গের মানুষের ক্রাশ আপনি’, উত্তরে অভিনেত্রী বলেন, ‘এত মানুষ আমার ক্রাশ হওয়া সত্বেও আমি এখনও সিঙ্গেল’। এক ভক্তের দাবি, ‘জীবনসঙ্গিনী বানাতে চাই তোমাকে’। উত্তর দিলেন অভিনেত্রীও। বললেন, ‘আমাকে নিয়ে সারা জীবনের কথা ভেবে ফেললে। যাক মাঝেমধ্যে এমন কিছু ভাবা উচিত’।

এরপরেই এক ভক্তের মেসেজ পড়তে গিয়ে চমকে উঠলেন অভিনেত্রী। সেই ভক্ত লিখেছেন, ‘খুব জলদি তোমাকে বিয়ে করবো আমি’। ভক্তের এহেন কনফিডেন্স দেখে চোখ কপালে উঠলো অভিনেত্রীর। জবাবে তিনি বললেন, ‘এত কনফিডেন্স এল কোথা থেকে? এই বিয়ে দুদিনও টিকবে না’।
তবে কেবলমাত্র অভিনেত্রী নন। অভিনেতাকেও একাধিক প্রশ্ন করেছেন ভক্তরা। অনেকেই প্রকাশ করেছেন আক্ষেপ। এক ভক্ত লিখেছেন, ‘কি নামে ডাকবো তোমায়’। উত্তরে অভিনেতা বলেন,’আমার নাম ধরেই ডাকতে হবে। না হলে হয়তো সাড়া পাওয়া যাবে না’।





Made in India