বাংলা হান্ট ডেস্কঃ বহুমাস ধরে জেলবন্দি ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তার জন্য বেজায় কষ্ট পাচ্ছেন তৃণমূলের অনেক নেতাই। তবে এবার কষ্ট ঝেড়ে হুমকি-হুঁশিয়ারিতে মাতলেন কেষ্ট অনুগামী প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former TMC MLA) গদাধর হাজরা। বললেন, “অনুব্রত মণ্ডলের কষ্ট হলে, একই কষ্ট পেতে হবে বীরভূমের বিজেপি নেতাদেরও।” শাসকদলের নেতার এহেন মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতির অন্দরে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। রবিবার পঞ্চায়েত ভোটের আগে দলের মাটি আরও শক্ত করতে নানুর বিধানসভার কীর্নাহার ১ নম্বরে বুথ ভিত্তিক কর্মিসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সভাতেই উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গদাধর হাজরা।
অনুব্রত প্রসঙ্গ তুলে এদিন জোর গলায় গদাধর বলেন, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে কেষ্ট মণ্ডলকে। এরপর অনুব্রতর দিল্লি যাত্রা প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনুব্রতর যদি কষ্ট হয়, একই কষ্ট পেতে হবে বীরভূমের বিজেপি নেতাদের।”
শুধু তাই নয়, এদিন নেতা সাফ জানান, অনুব্রত মণ্ডল যেখানেই থাকুন না কেন। তার দেখানো পথেই হবে পঞ্চায়েত ভোট।

মন্তব্যের বিরোধীতায় সরব হয়েছে বঙ্গ বিজেপি (BJP)। এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “অনুব্রত ওখানে এতদিন একনায়কতন্ত্র চালিয়েছে সেটা ওদের দলের লোকেরাই প্রমাণ করে দিচ্ছে। এখানে আমাদের কিছু বলার নেই। তবে যত যাই করা হোক, অনুব্রতর দিল্লি যাত্রা কোনওভাবেই আটকানো যাবে না।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেষ্টর দিল্লি যাত্রার অনুমতি দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। অনুমতি মেলার পর থেকেই অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার তোড়জোড় শুরু করেছে ইডি (ED)। তবে তাদের রাজধানী যাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অনুব্রতর ফিটনেস সার্টিফিকেট। তবে একবার তা ইডির হাতে এলেই নিশ্চিত কেষ্টর দিল্লি ভ্রমণ।





Made in India