বাংলাহান্ট ডেস্ক: বসন্তে ফাগের রঙে রেঙেছে গোটা দেশ। আমজনতা থেকে সেলিব্রিটি, সকলেই দোল খেলায় মেতেছেন প্রিয় মানুষদের সঙ্গে। এই তালিকায় রয়েছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Banerjee)। এই মুহূর্তে সেলিব্রিটি কাপলদেরও টেক্কা দিচ্ছে এই জুটি। বাস্তবিকই সেলিব্রেশন শিখতে হয় শোভন-বৈশাখীকে দেখেই।
রাজনৈতিক দুনিয়ার সবথেকে চর্চিত জুটি তাঁরা। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, মেয়রের পদ ছেড়ে বৈশাখীর কাছে ছুটে গিয়েছিলেন শোভন। বান্ধবীর পরিচয় থেকে মুক্ত করেছেন তাঁকে। বছর দুই আগে দূর্গাপুজোর দশমীতে শোভনের হাতের সিঁদুর উঠেছিল বৈশাখীর সিঁথিতে। সর্বসমক্ষে তাঁকে স্বীকৃতি দিয়েছিলেন তিনি।

তারপর থেকে প্রায়ই একান্তে ধরা দিয়েছেন দুজনে। কখনো রবীন্দ্রসঙ্গীতের তালে শোভনের সামনে ঘুরে ঘুরে নেচেছেন বৈশাখী। কখনো আবার সরস্বতী পুজোয় প্রেমের গানে একে অপরের কাছাকাছি এসেছেন। এবারে দোলটাও একসঙ্গে কাটালেন শোভন বৈশাখী। একান্তে একে অপরকে আবিরের রঙে রাঙালেন দুজনে।

ক্রিম আর লাল রঙা শাড়িতে সেজেছিলেন বৈশাখী। পাশে সাদা পাজামা পাঞ্জাবিতে শোভন। সযত্নে বৈশাখীর লাজে রাঙা মুখ আরো রাঙিয়ে দেন শোভন। পালটা রঙ লাগান বৈশাখীও। একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁদের। শুধু শোভন বৈশাখী নয়, এদিন দোল খেলায় অংশ নিয়েছিল বৈশাখীর ছোট্ট মেয়ে মেহুলও।

প্রসঙ্গত, রাজনীতির মঞ্চ হোক বা তার বাইরে বৈশাখীকে সবসময় পাওয়া গিয়েছে শোভনের পাশে পাশেই। প্রাক্তন মেয়রের দুঃসময়ে ছুটে গিয়েছেন তিনি। সমাজের কানাকানি, চটুল কটুক্তি উপেক্ষা করে একে অপরের হাত ধরে থেকেছেন। দোলের দিনও দুজনের রসায়নটাই আবারো ধরা পড়ল।





Made in India