বাংলা হান্ট ডেস্ক : গত জানুয়ারি মাসে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ ১০ মার্চ শুক্রবার ফের নিজের কেন্দ্রে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চড়িয়াল খানের উপর নতুন সেতু উদ্বোধন করলেন তিনি।
বজবজ বিধানসভায় অবস্থিত চড়িয়াল খালের উপর সেতুটি পূজালি ও বজবজ এই দুই পুরসভার মধ্যে সংযোগ রক্ষা করবে। আজ শুক্রবার বিকালে অভিষেক এই সেতুটির উদ্বোধন করলেন। এর আগে সেতুটি ছোট ছিল। সংস্কার করে চাওড়া করা হয়েছে সেতুটিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতালর বিধায়ক দুলাল দাস, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ফলতার বিধায়ক শঙ্কর নস্কর ও বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্করের। এ ছাড়া পুজালি ও বজবজ এই পুরসভার পুরপ্রধান উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।
জানুয়ারি মাসের ২৮ তারিখে নোদাখালিতে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর শুক্রবার আবার যাবেন নিজের কেন্দ্রে। চলতি মাসেই আরও একটি সভা করতে পারেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কারণ অন্য জেলায় বেশ কয়েকটি সভায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। তাঁর নির্দেশের পর সরে যেতে হয়েছে পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিকে। এবার সে রকম কোন পদক্ষেপ নেন কিনা সেদিকে তাকিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এর আগে, এই সেতুর উদ্বোধন হয় ২০১৯ সালে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ চড়িয়াল মোড়ে এই সেতুর উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি ঘোষণা করেন, ‘আমি এখনই বলে রাখছি, ভবিষ্যতে আমার পুত্র সন্তান হলে সে সেনাবাহিনীতে যোগ দেবে। এর চেয়ে গর্বের আমার কাছে কিছু হবে না।’ সেই সঙ্গে প্রতিটি পরিবার থেকেই একজন করে সেনাতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।





Made in India