বাংলা হান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করা হচ্ছে। বিরুদ্ধে। তাঁর অপপ্রচার করেছে তৃণমূল (TMC)।মানহানি হয়েছে বিরোধী দলনেতার। এই অভিযোগ তুলে এবার সরব হলেন সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। তৃণমূল মুখপত্র জাগো বাংলা ও মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে মানহানির নোটিশও পাঠান তিনি।
আদালতের নির্দেশে গ্রুপ-সি (Group C)-তে চাকরি যাওয়া তালিকায় ৫৫ জনের চাকরির সুপারিশ করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলার’ ফেসবুক পেজে এই অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বিরোধী দলনেতাকে হেফাজতে নিয়ে তদন্তের দাবিও এদিন জানান কুণাল। এছাড়া সোমবার ‘জাগো বাংলা’র প্রথম পাতায় ‘গ্রেফতার চাই শুভেন্দু অধিকারীর’ এই শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তাতেও বক্তব্য ছিল কুণালের। এই প্রতিবেদনের ফলেও বিরোধী দলনেতার মানহানি হয়েছে বলে দাবি করেছেন সৌমেন্দু অধিকারী।

এরপরই সোমবার আইনজীবী মারফত কুণাল ঘোষকে আইনি নোটিস পাঠান সৌমেন্দু। পাশাপাশি ‘জাগোবাংলা’-র কর্তৃপক্ষকেও নোটিশ পাঠানো হয় বলে খবর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ দাখিলের কথা উল্লেখ করা হয়েছে এই নোটিসে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সৌমেন্দু।
এই প্রসঙ্গে সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘কুণাল ঘোষ নিজের বক্তব্য প্রচার করেছেন। সেই বক্তব্যের পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অপমানজনক বিবৃতি দিয়েছেন। এতে আমার মক্কেলের দাদা শুভেন্দু অধিকারীর গুরুতর মানহানি করা হয়েছে।’ অবশ্য, সৌমেন্দুর নোটিস হাতে পাননি বলেই দাবি করছেন কুণাল ঘোষ।





Made in India