বাংলাহান্ট ডেস্ক: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রেখা (Rekha)। ভারতীয় সিনেমার দুই কিংবদন্তির মুখোমুখি দেখা সাক্ষাৎ বন্ধ বহু বছর। এক সময়ে তাঁদের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে কান পাত দায় ছিল বলিউডে। জয়াকে বিয়ে করা সত্ত্বেও নাকি রেখার প্রেমে পড়েছিলেন অমিতাভ।তাঁদের সম্পর্কের প্রভাব স্পষ্ট ছিল অনস্ক্রিন রসায়নেও। কিন্তু পরিবারের তরফে আপত্তি উঠতে রেখার দিক থেকে মুখ ফেরান বিগ বি।
দুজনে একসঙ্গে কাজও করেননি অনেক বছর। রেখার ব্যাপারে কথা উঠলে এড়িয়ে যেতেই দেখা গিয়েছে অমিতাভকে। যদিও অভিনেত্রী একাধিক বার আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন সিনিয়র বচ্চনের প্রতি তাঁর অনুরাগের কথা। সময় এগিয়েছে, কিন্তু অমিতাভ রেখার পরকীয়া মুখরোচক গসিপের বিষয় হয়ে থেকেছে সবসময়।

গুঞ্জনের পালে সম্প্রতি হাওয়া লেগেছে একটি ভাইরাল ছবির দৌলতে। নেট মাধ্যমে প্রতিদিন হাজারো ছবি ভাইরাল হয়। এও আপাত দৃষ্টিতে তেমনি এক ছবি। ফ্লাইটে বসে রয়েছেন অমিতাভ। পাশে বসে এক পাইলট। বোঝাই যাচ্ছে, প্রিয় অভিনেতাকে দেখে ছবি তোলার সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি। বিগ বি-ও হাসিমুখে পোজ দিয়েছেন।
এতদূর পর্যন্ত সবটাই ঠিক। তবে ছবিতে আসল চমকটা অমিতাভের পেছনের সিটে। সেখানে আধো অন্ধকারে চোখে সানগ্লাস এঁটে ক্যামেরা থেকে মুখ আড়াল করে যিনি বসে রয়েছেন তাঁকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। রেখা, মুখ যথা সম্ভব আড়াল করেও নিজেকে লোকাতে পারেননি।
ছবিটির ক্যাপশনে লেখা, ‘মালদ্বীপ যাওয়ার পথে অমিত জি-র সঙ্গে সাক্ষাৎ’। স্বাভাবিক ভাবেই ভাইরাল ছবিটি নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। তবে কি দুজনের দূরত্বটা লোক দেখানো? সত্যিই কি একসঙ্গে মালদ্বীপ যাচ্ছিলেন অমিতাভ রেখা? ভাইরাল ছবির সত্যতা কী?

খোঁজখবর করতে জানা যায়, ছবিটি আসলে ২০১৩ সালের। হ্যাঁ, বিগ বির পেছনে বসা মহিলা বাস্তবিকই রেখা। তবে মালদ্বীপ নয়, ভারতীয় সিনেমার ১০০ বছরের উদযাপনে অংশ নিতে চেন্নাই যাচ্ছিলেন তাঁরা। যদিও একই ফ্লাইটে, তাও আবার পরপর সিট নেওয়াটা কাকতালীয় ব্যাপার নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয় সেই রহস্য আজও উদঘাটন হয়নি।





Made in India