বাংলাহান্ট ডেস্ক : বলি (Bollywood) দুনিয়ার এক জনপ্রিয় ফিট অভিনেতা বিদ্যুৎ জামওয়াল Vidyut Jammwal) । কেবলমাত্র অভিনয় জগৎ নয় তাঁর ব্যক্তিগত জীবনও থাকে ‘লাইমালাইটে’। ২০২১ সালেই দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির (Nandita Mahtani) সঙ্গে বাগদান সারেন এই অভিনেতা। তাজমহলকে সাক্ষী রেখে বদলে ফেলেন আংটি। যদিও শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে নাকি ধরেছে ভাঙ্গন।
সম্প্রতি ডিন পান্ডের মেয়ের হলদি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যুৎ-নন্দিতা। তবে একসাথে দেখা যায়নি তাঁদের। বরং আলাদা আলাদা ভাবেই এই অনুষ্ঠানে দেখা গেল এই তারকা জুটিকে। আর সেই থেকেই শুরু হয়েছে গুঞ্জন। বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, আলাদা হয়ে গেছে তাঁদের পথচলা।

সূত্র মারফত জানা যাচ্ছে, অভিনেতার একা থাকার অভ্যেসের কারণেই নাকি আলাদা হতে হচ্ছে বিদ্যুৎ-নন্দিতাকে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, সম্পর্ক ভেঙে গেলেও আজীবন একে ওপরের ভালো বন্ধু হয়ে থাকতে চান তাঁরা। এখনও একে ওপরের প্রতি শ্রদ্ধাশীলও তাঁরা।

বলিউডের বেশ জনপ্রিয় নাম বিদ্যুৎ-নন্দিতা। একজন অভিনেতা এবং অন্যজন ফ্যাশন ডিজাইনার। ইন্ডাস্ট্রির বহু তারকারাই পড়েছেন তাঁর ডিজাইন করা পোশাক। অভিনেতার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল তাঁর। অবশেষে ২০২১ সালে আংটি বদল করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরে ছিলেন অভিনেতা।

তাজমহলকে বলা হয় প্রেমের প্রতীক। আর সেই তাজমহলকে সাক্ষী রেখেই একে ওপরের হাতে পড়িয়েছিলেন আংটি। কিন্তু টিকলোনা সেই সম্পর্ক। উল্লেখ্য, নন্দিতার আগে বলি-অভিনেত্রী মোনা সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। অন্যদিকে নন্দিতার নাম জড়িয়েছিল বিবেক ওবেরয়ের সঙ্গে।





Made in India