বাংলাহান্ট ডেস্ক: বলতে পারবেন? আপনাকে ১০ বছর পর কেমন দেখতে হবে? চেহারায় কতটা পরিবর্তন আসবে? আপনার এলাকাটিই বা কতটা পরিবর্তিত হবে? আগামী ১০০ বছর পর ভারতবর্ষকে কেমন দেখতে হবে? কতটা পরিবর্তন আসবে? কতটা ছাপ পড়বে আধুনিক প্রযুক্তির? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা আপাতভাবে কঠিন লাগতে পারে। তবে আজকাল প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। ঠিক এমনই একটি প্রযুক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই।
এটির সাহয্যে সহজেই বলা যেতে পারে, এমনকী চোখে দেখা যেতে পারে কেমন হতে পারে ভবিষ্যৎ। এই মুহূর্তে পাকিস্তানের (Pakistan) অবস্থা শোচনীয়। সেখানকার সাধারণ মানুষ জানেন না আর কতদিন এভাবে থাকতে পারবেন। কতদিনে এই দুরবস্থার সমাধান হবে তাও জানেন না কেউই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু জানে। সে কিন্তু দিব্যি নিজের কল্পনাশক্তি ব্যবহার করে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে আজ থেকে ১০০০ বছর পর কেমন দেখতে হবে পাকিস্তান।

বিশেষজ্ঞরা বলছেন, তারা যদি নিজেদের পরিস্থিতি ঠিক না করে, তাহলে অচিরেই অন্ধকারে চলে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু তা বলছে না। সে বরং পাকিস্তানের ভবিষ্যতের কিছু ছবি এঁকেছে। সেখানে দেখা যাচ্ছে আগামী এক হাজার বছর পর কেমন দেখতে হবে পাকিস্তান ও সেখানকার মানুষ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, এক হাজার বছর পরেও তেমন বদলায়নি দেশটি। সেখানকার মানুষের মধ্যেও তেমন কোনও পরিবর্তন আসেনি। শুধু তাঁদের জামাকাপড়ে কিছু পরিবর্তন এসেছে।

যে ভাবে তাঁরা জামাকাপড় পরছেন, তাঁদের ফ্যাশনে কিছু পরিবর্তন এসেছে। বাকি সব একই রকম আছে। এই মুহূর্তে নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের পাকিস্তানকে অনেকটাই সুন্দর রূপে দেখিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অনেকটাই উন্নত হয়েছে ভবিষ্যতের করাচি, ইসলামাবাদ, লাহোর।
বাড়ি-ঘরের কারুকার্য দেখে মনে হচ্ছে যেন কল্পবিজ্ঞানের বইয়ের পাতা থেকে উঠে এসেছে। এছাড়াও রাস্তাঘাটও অনেকটাই পরিষ্কার। শহরজুড়ে অত্যাধুনিক নকশার উঁচু উঁচু ইমারত দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও অদ্ভুত দেখতে বেশ কয়েকটি বাড়িও রয়েছে পাকিস্তানে। শুধু একটিই জিনিস চোখে পড়ার মতো। এক হাজার বছর পরের পাকিস্তানের রাস্তায় বালি দেখা যাচ্ছে। তাহলে কি ভবিষ্যতে পাকিস্তানকে গ্রাস করে ফেলবে মরুভূমি? কী মনে হয় আপনার?





Made in India