বাংলা হান্ট ডেস্ক: “বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়….”, টলিউড অভিনেতা দেবের “সেদিন দেখা হয়েছিল” সিনেমার জনপ্রিয় গান “খোকাবাবু”-তে থাকা এই লাইনটি আজও সবার মনে রয়েছে। তবে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও ধূমপান সামগ্রীর মধ্যে বিড়ি (Bidi) কিন্তু অত্যন্ত জনপ্রিয়। একটা সময়ে গ্রামাঞ্চলে বিড়ির ব্যবহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হলেও বর্তমান সময়ে শহর বা শহরতলিতেও বিড়ির চাহিদা ক্রমশ বাড়ছে।
মূলত, সিগারেটের তুলনায় বিড়ির দাম অনেকটাই কম হওয়ায় ধূমপায়ীদের কাছে এটি বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, বিড়িকে অনেকেই হাতে তৈরি “সস্তা সিগারেট” বলেও বিবেচিত করেন। তবে, বিড়ির প্রসঙ্গে আমরা সবাই জানলেও সেটিকে ইংরেজিতে কি বলা হয় সেটা অধিকাংশজনেরই অজানা। বর্তমান প্রতিবেদনে আমরা সেই বিষয়টি উপস্থাপিত করব।
প্রথমেই জানিয়ে রাখি যে, সপ্তদশ শতকের শেষের দিকে ভারতে তামাক চাষ শুরু হয়েছিল। তারপরই আবিষ্কৃত হয় বিড়ি। মূলত, তামাক কর্মীরাই প্রথম উচ্ছিষ্ট তামাক দিয়ে পাতায় মুড়ে প্রথম বিড়ি তৈরি করেছিলেন। যদিও, ১৯৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে বিড়ির প্রসার ঘটতে থাকে।
এমন পরিস্থিতিতে বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বিড়ি তৈরি রীতিমতো একটি প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত হয়েছিল। বর্তমানে শুকনো তামাক পাতায় সরাসরি কাগজে বা সুপারির পাতার মাধ্যমে পাতলা অংশে মুড়ে বিড়ি তৈরি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৩ মিলিয়নেরও বেশি ভারতীয় বিড়ি তৈরিতে নিযুক্ত রয়েছেন।
বিড়িকে ইংরেজিতে কি বলা হয়: তাহলে চলুন, এবার বিড়িকে ইংরেজিতে কি বলা হয় সেটা জেনে নিই। মূলত, এটি অধিকাংশজনই জানেন না। তবে, এই উত্তরটি জানার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ, বিড়িকে ইংরেজিতে বিড়ি-ই বলা হয় থাকে। সেক্ষেত্রে, প্রচলন রয়েছে তিনটি বানানের। সেগুলি হল BIDI, BIRI এবং BEEDI।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিড়িতে ফিল্টার না থাকার কারণে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই বেশি। তবে, জেনে অবাক হবেন যে, উত্তর আমেরিকার কিছু অংশে ও ব্রিটিশ যুক্তরাষ্ট্রে বিড়ির প্রচলন রয়েছে। যদিও, সেক্ষেত্রে সিগারেটের সমপরিমানের ট্যাক্স দিতে হয়।





Made in India