বাংলাহান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) জয়জয়কার। নতুন বছর শুরু হতেই একের পর এক ছবি বক্স অফিসে জমাচ্ছে ভিড়। সবেমাত্র মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কাপুর (Sraddha Kapoor) অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবি। রোমান্টিক-কমেডি ভরপুর এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলেছে। মাত্র ১১ দিনের মধ্যেই এই সাফল্য ঘরে এনেছে লাভ রঞ্জনের পরিচালিত এই ছবি।
খুশির খবর টুইট করে জানিয়েছে ফিল্ম বিশেষজ্ঞ যোগিন্দার তুতেজা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘মাত্র ১১ দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করল ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল দুই তারকারই এটা ৬ নম্বর ছবি যে ছবি ১০০ কোটির বেশি ব্যবসা করছে’।

যদিও বিশ্বজুড়ে ১২২ কোটির গণ্ডি পার করে ফেলেছে রণবীর-শ্রদ্ধা জুটির এই ছবি। লাভ রঞ্জন পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসি সহ আরও অনেক জনকেই। ক্যামিও চরিত্রে ধরা দিয়েছেন রোমান্টিক অভিনেতা কার্তিক আরিয়ান।

রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র ছবি বক্স অফিসে করেছিল ফাটিয়ে ব্যবসা। মোট আয় হয়েছিল ২৫৭ কোটি টাকারও বেশি। অভিনেতার ক্যারিয়ারে সেটি ছিল সবচেয়ে হিট ছবি। তবে বিশেষজ্ঞদের মতে এবার হয়তো বদলাতে চলেছে সেই চিত্রটা। অনেকেরই ধারণা, ব্রহ্মাস্ত্র ছবিকে ছাপিয়ে যেতে পারে রণবীর-শ্রদ্ধা জুটি।

লড়াই ময়দানে রয়েছে রানি মুখার্জী এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। অন্যদিকে, কমেডিয়ান তারকা কপিল শর্মা অভিনীত ‘জ্যুইগাটো’ দখল করেছে তৃতীয় স্থান। তবে মুখ থুবড়ে পড়েছে ‘কবজা’।





Made in India