বাংলাহান্ট ডেস্ক : ধারাবাহিকের (Bengali Serial) লড়াইয়ে দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছিল জি বাংলার ‘মিঠাই'(Mithai)। কিন্তু দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়াল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা (Soumitriza Kundu)। তাঁর অবাক করা মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে ভক্তদের মধ্যে।
টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে মেগা ধারাবাহিক ‘মিঠাই’। কোনমতেই সিড-মিঠাই এর জুটিকে হারাতে পারছে না তৃণা-কৌশিক জুটি। দীর্ঘ সময় ধরে জি বাংলার স্লট দখল করে রেখেছে মিঠাইরানী। একইসঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করে সিরিয়াল প্রেমীদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌমিতৃষা। কিন্তু এত কিছুর পরেও নাকি ঝাঁপ নামতে চলেছে এই ধারাবাহিকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান, ‘নতুনদের জায়গা দিতে সরে যেতে হবে পুরনোদের। একটা সময় আমরাও নতুন ছিলাম সে সময় আমাদেরকে পুরনোরা জায়গা করে দিয়েছিল। সবকিছুরই একটা শেষ থাকে। এই মেগা ধারাবাহিকও একদিন শেষ হবে। যদিও আমার বিশ্বাস বরাবরই দর্শকদের মনে ভালোবাসা থেকে যাবে মিঠাইয়ের জন্য’।

এ বিষয় নিয়ে মুখ খুলেছেন সিরিয়ালের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমিও দীর্ঘদিন ধরেই শুনছি মিঠাই নাকি বন্ধ হয়ে যাবে। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে আমাকে কিছুই জানানো হয়নি। চ্যানেল যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ আমি কিছুই বলতে পারব না। তবে এটা একেবারেই বাস্তব কথা যে একটা সিরিয়াল যখন শুরু হয়েছে তখন সেটা শেষও হবে’।

উল্লেখ্য, মিঠাই-সিড রসায়ন মন কেড়েছে দর্শকদের। যদিও বেশ কয়েকদিন তাঁকে দেখা যায়নি। তাঁর জায়গায় স্থান পেয়েছিল মিঠি। তবে কয়েকদিন আগেই ধারাবাহিকে কামব্যাক করেছেন মিঠাই। আর এতেই খুশি দর্শকরা। হু হু করে বাড়ছে সিরিয়ালের জনপ্রিয়তা। তবে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার জল্পনায় মনভার হচ্ছে দর্শকদের।





Made in India