বাংলাহান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিকে (Bengali Serial) তিনি সবচেয়ে কনিষ্ঠ শাশুড়িমা। তাঁর অভিনয় খুব সহজেই মন ছুঁয়েছে দর্শকদের। তবে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) ধারাবাহিক থেকে এবার সরে যাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ওরফে ঝিলমিল। সিরিয়ালের স্লট বদলে যাওয়ার কারণেই নাকি এহেন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
এতদিন জি বাংলার পর্দায় রাত ৯.৩০ চোখ রাখলেই দেখা যেত নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। স্টার জলসার মেগা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র তুলনায় টিআরপি তালিকায় পিছিয়ে থাকলেও স্বস্তিকার অভিনয় কিন্তু বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। মাত্র ৩ মাসের মধ্যেই সিরিয়াল প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ঝিলমিল।

মাঝখানে প্রায় দেড় বছরের বিরতি। এই ধারাবাহিকের হাত ধরেই পুনরায় অভিনয় জগতে ফিরেছেন স্বস্তিকা। এক কথায় বলতে গেলে জাদুর ছড়ি ঘুরিয়ে দর্শক মনে রাজত্ব করছেন ঝিলমিল। অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেতা শুভঙ্কর সাহাকে।

একদিকে নিয়ম ভেঙে সবকিছু ওলোটপালোট করে দেওয়া কাজ ঝিলমিলের। অন্যদিকে ভীষণ ডিসিপ্লিন্ড আবির। রুপোলি পর্দায় একেবারে বিপরীত দুই চরিত্রে ধরা দিয়েছেন এই তারকা জুটি। একটা সময় সারাক্ষন মুখ ভার করেই থাকতেন আবির। যদিও বর্তমানে কিছুটা বদলে গিয়েছেন সম্পর্কের সমীকরণ।
![]()
সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন স্বস্তিকা। তবে জল্পনার অবসান ঘটিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ে দেন, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি। তাঁর সাফ কথা, ‘এমন কিছুই হয়নি। মানুষের কাজই আলোচনা আর সমালোচনা করা। তবে আমি এমন কোন সিদ্ধান্ত নিইনি। আমি যতক্ষণ না নিজে কিছু জানাচ্ছি ততক্ষন কোনওরকম গুজবে কান দেবেন না। দর্শকদের আমি কেবল এই টুকুই বলতে চাই’।

তাঁর সংযোজন, ‘এই ধারাবাহিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। আর সেটা করে আমার কাজ। স্লট কখন দেওয়া হবে কিংবা টিআরপি তালিকায় নাম থাকছে কিনা সে সব আমার দেখার দায়িত্ব নয়’। দীর্ঘদিন ধরেই জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সম্প্রতি সেরা শাশুড়ি মায়ের অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন তিনি। আর এবার তিনি জানিয়ে দিলেন ধারাবাহিক থেকে সরে যাচ্ছেনা এই অভিনেত্রী।





Made in India