বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছে প্রোমোটার অয়ন শীল। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Shil) অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার করেছে ইডি (ED)। শুধু দুর্নীতিই নয় ধৃত প্রোমোটার অয়ন শীলের জীবন ছিল বৈভবে ভরা।
ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের ফ্ল্যাটে দুর্নীতি চক্রের বড়বড় মাথাদের নিয়ে রাতভর চলত পার্টি, হিসাব-নিকেশ। ইডির আরও দাবি, অয়নের সেই পার্টিতে হাজির থাকতেন একাধিক রহস্যময়ী টলিউড অভিনেত্রীও (Tollywood Actress)। জানা যাচ্ছে, সম্প্রতি টলিপাড়ার এক নামকরা নায়িকার সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল এই প্রোমোটারের।
দুজনার সম্পর্কের ঘনিষ্ঠতা এতটাই বেড়েছিল যে কিছুদিন যাবৎ লিভ–ইন করতে শুরু করেন তারা। অয়নের সঙ্গে ওই টলি সুন্দরীর কাছে ২৫ লক্ষ টাকা লেনদেন হয়েছে বলেও দাবি ইডির। যার নথি ইতিমধ্যেই অফিসারদের হাতে এসেছে। শুধু টাকা নয়, টলি নায়িকাকে দামি গাড়ি থেকে শুরু করে দামী-দামী উপহারও দিতেন অয়ন।
ইডি সূত্রে খবর, অয়নের স্ত্রী ও ছেলে নয়াদিল্লিতে থাকেন। চুঁচুড়ায় নিজের বাড়ি রয়েছে অয়নের। তবে সেই বাড়ি ছেড়ে সল্টলেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে টলি অভিনেত্রীর সঙ্গেই থাকতেন তিনি। কেবল টলি যোগই নয় অয়নের ফ্ল্যাটে তার সঙ্গে দেখা করতে রাজ্যের বহু নেতা-মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির একাধিক এজেন্টরাও আসতেন। জমে উঠত চাকরি বিক্রির আসর। দাবি ইডির।

সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, প্রথম জীবনে কম্পিউটার দোকান থেকে শুরু হলেও শান্তনু স্পর্শে তার জীবন পাল্টে যায়। ব্যাপক পরিবর্তন ঘটে তার চালচলনে। এরপরেই টলিউদের এক নায়িকার সঙ্গে যোগাযোগ হয় তার। সেই গ্ল্যামার কন্যাকে বিভিন্ন ছবিতে সুযোগ করে দেন অয়ন। ঘনিষ্ঠ হয় সম্পর্ক। নায়িকাকে নিয়ে একাধিকবার দেশ–বিদেশের নানা জায়গা ভ্রমণে গিয়েছিলেন অয়ন। চলত নিয়মিত আর্থিক লেনদেন। এসব তথ্য ইডির হাতে এসেছে বলে জানা গিয়েছে। তবে এখনও ইডি সেই নায়িকার সেই নাম প্রকাশ্যে আনেনি। তবে একবার তলব করলেই সেই সুন্দরীর নাম সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
 
			 
 
    




 Made in India
 Made in India