বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেট এবং বিনোদন জগতের মেলবন্ধনে যে কটি জুটি তৈরি হয়েছে তাদের মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে থাকবেন। বলিউড এবং ক্রিকেট বিশ্বের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। দীর্ঘদিন জমিয়ে প্রেম করার পর বিয়ে করেন দুজনে। আজ একমাত্র মেয়ে ভামিকাকে নিয়ে সুখের সংসার তাঁদের। কিন্তু দুই ভিন্ন জগতের মানুষের পরিচয়টা হল কী করে? প্রেমই বা কীভাবে জমল?
জনপ্রিয়তা বলুন বা সম্পত্তি, সব দিক দিয়েই ‘বিরুষ্কা’র পাল্লা বেশ ভারী অন্য সেলেব দম্পতিদের তুলনায়। তাঁদের দেখা কিন্তু বেশ অদ্ভূত ভাবে। এক বিজ্ঞাপনের সেটে আলাপ হয় দুজনের। একটি শ্যাম্পু প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে প্রথম একসঙ্গে কাজ করেন বিরাট অনুষ্কা। প্রথম সাক্ষাৎটা নাকি বেশ আজব ছিল তাঁদের। একটা উঁচু হিল পরে এসেছিলেন অনুষ্কা। সেটা নিয়ে মজা করেছিলেন বিরাট।

সেই শুরু, তারপরেই কাছাকাছি আসেন দুজন। ২০১৪ তে প্রথম এক ম্যাচে বিরাটের হয়ে গলা ফাটাতে দেখা যায় অনুষ্কাকে। পরবর্তীকালে শ্রীলঙ্কায় এক ম্যাচে ODI তে সবথেকে দ্রুত ৬০০০ রান করার পর গ্যালারিতে বসে থাকা অনুষ্কার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন বিরাট। তাতে আরো স্পষ্ট হয় তাঁদের সম্পর্কের রসায়ন।
এন এইচ ১০ ছবির জন্য অনুষ্কা প্রযোজক হওয়ার পর প্রথম তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। অনুষ্কার জন্য তাঁর গর্ব হয়, এমনটাই লিখেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর খারাপ ফর্মের জন্য অনুষ্কাকে দায়ী করা হলেও রুখে দাঁড়িয়েছিলেন বিরাট।
মাঝে অবশ্য দুজনের সম্পর্কে ভাঙন ধরেছিল। তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন বলেও খবর রটেছিল। শেষমেষ সলমন খানের দৌলতে আবারো তাঁরা এক হন বলে জানা যায়। ২০১৭ সালে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে বিয়ে করে নেন বিরাট অনুষ্কা। দুজনের বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

২০১১ তে জন্ম হয় ছোট্ট ভামিকার। তারপরেও একাধিক বার বিরাট অনুষ্কার মধ্যে সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু প্রতিবারই সমস্ত গুজব উড়িয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন বিরুষ্কা। একে অপরের প্রতি সম্মান দেখিয়ে অনুরাগীদের থেকেও ভালবাসা, সম্মান জিতে নেন তাঁরা।





Made in India