বাংলাহান্ট ডেস্ক: দীপিকা পাডুকোন (Deepika Padukone) যেমন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, তেমনি তাঁর পরিবারও যথেষ্ট খ্যাতনামা। তিনি অভিনয় জগতে পা রাখলেও তাঁর বাবা প্রকাশ পাডুকোন (Prakash Padukone) কিন্তু ছিলেন বিশ্ববিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। অনেকদিন আগে অবসর নিলেও এখনো তাঁর খ্যাতি রয়েছে ক্রীড়া জগতে। কিন্তু সম্প্রতি দীপিকার পরিবারের এমন এক গোপন কথা ফাঁস হয়েছে যা নিয়ে ছিছিক্কার শুরু করেছে নেটজনতার একাংশ।
নিজের বোনকেই বিয়ে করেছেন প্রকাশ পাডুকোন। না, এ কোনো রটানো গুজব নয়। তিনি নিজের মুখেই একথা স্বীকার করেছিলেন। এক সাক্ষাৎকারে প্রকাশ পাডুকোন বলেছিলেন, বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়া সত্ত্বেও নয় বছর পর প্রথম বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হেরে গিয়েছিলেন তিনি। প্রথমটা একটু ভেঙে পড়লেও স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে আবারো ঘুরে দাঁড়িয়েছিলেন প্রকাশ পাডুকোন।

এরপরেই তিনি জানান, তারপর পরই সম্পর্কে নিজের তুতো বোন উজ্জ্বলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরেই চাকরি পেয়ে স্ত্রীকে নিয়ে কোপেনহেগেনে চলে যান প্রকাশ পাডুকোন। সেখানেই ১৯৮৬ সালে জন্ম হয় দীপিকার। তারপর ভারতে ফিরে আসেন তাঁরা।
প্রকাশ পাডুকোনের এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিচিত্র মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। কয়েকজন লিখেছেন, দক্ষিণ ভারত বিশেষত কর্ণাটকে এ প্রথা খুবই স্বাভাবিক। নিজেদের পরিবারের মধ্যেই তুতো ভাই বোনরা বিয়ে করে একে অপরকে। অবশ্য আগের তুলনায় এই প্রথার চল এখন কমেছে।
অপর অংশ রীতিমতো ছিছি শুরু করেছেন। কেউ কেউ ‘গেম অফ থ্রোনস’ এর সঙ্গে তুলনা টেনেছেন। কেউ আবার সমালোচনা করেছেন দীপিকার পরিবারের। অনেকে মেতেছেন ট্রোলেও। ইদানিং দীপিকা রণবীরের বিয়ের ভবিষ্যৎ নিয়েও চলছে কানাঘুঁষো। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে শোনা যায়নি সেলেব দম্পতিকে।





Made in India