বাংলাহান্ট ডেস্ক : টলিউড (Tollywood) হোক অথবা বলিউড (Bollywood)। এই অভিনেত্রী মাতিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি। দীর্ঘ সময় তিনি কাটিয়ে ফেলেছেন অভিনয় জগতে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেত্রীর বয়স ৪০ পার হলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। তাঁর রূপ-যৌবনে এখনও হোঁচট খান বহু পুরুষ।
দর্শকদের কাছে তিনি সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত। জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনই তাঁকে ঘিরে রয়েছে নানান বিতর্ক। যদিও এই সব বিষয়ে খুব একটা বেশি পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। নিজেকে এবং মেয়েকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় অভিনেত্রী। ভক্তদের উদ্দেশ্যে তিনি মাঝেমধ্যেই তুলে ধরেন নানান রকম ছবি। এবারও হলনা তার অন্যথা। মেয়েকে সঙ্গে নিয়ে তিনি পোস্ট করলেন একগুচ্ছ ছবি। শাড়ি পরেই দেখা গেল স্বস্তিকা ও তাঁর কন্যাকে।

পুজো উপলক্ষ্যে ছুটিতে বাড়ি এসেছে স্বস্তিকার কন্যা। তাই খুশিতে আত্মহারা অভিনেত্রী। মা-মেয়ে শাড়ি পরে হাজির হলেন বাসন্তি পুজোর অনুষ্ঠানে। অভিনেত্রীর পরনে ছিল পেস্তা রঙের শাড়ি, সঙ্গে সবুজ হল্টারনেক ব্লাউজ। এবং অন্বেষা পড়েছিলেন হালকা ল্যাভেন্ডার রঙের শাড়ি সঙ্গে হলুদ ব্লাউজ। পড়েছেন মানানসই গয়না।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘বসন্ত কালে বাসন্তি পুজো। তবে সবচেয়ে আনন্দের বিষয় হল আমাদের মেয়ে ছুটি নিয়ে বাড়িতে এসেছে। এখন যতদিন এখানে ও থাকছে ততদিন ভীষণ মজা করব। মাঝের তরকারি বানিয়ে খাবো। থাকবে শুধুই ভালোবাসা’।
View this post on Instagram
অভিনেত্রী আরও লেখেন,’ বাইরে যতই গরম থাকুক না কেন পুজোতে তো শাড়ি পড়তেই হবে’। অনেকেরই মতে, এই পুজো হয়েছে অভিনেত্রীর নিজের বাড়িতেই। শুধুমাত্র বাসন্তি পুজো নয়। দুর্গাপুজোও হয় তাঁর বাড়িতে। মায়ের মৃত্যুর পর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বস্তিকা।





Made in India